Maintance

টুইটারে ছবি, জেল থেকে বেরিয়ে পার্টিতে সালমান

প্রকাশঃ ৫:৫০ অপরাহ্ন, এপ্রিল ৯, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৬ অপরাহ্ন, এপ্রিল ৯, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তিন দিনের মাথায় জামিনে মুক্তি পাওয়ার পর সালমান খানের অনেক ভক্তই রাস্তায় নেমে নেচে-গেয়ে আতশবাজি ফুটিয়ে আনন্দ প্রকাশ করেন।

আরও পড়ুন ঃ- সালমান খানের সেরা ১০ সেলফি

জামিন পেয়ে সালমানও উড়াল দেন নিজ শহর মুম্বাইয়ে। সেখানে গিয়ে রোববার রেস ৩ ছবির সহশিল্পী সাকিব সেলিমের জন্মদিনের পার্টিতেও অংশ নেন। সেই ছবি টুইটারে ও ইনস্টাগ্রামে পোস্ট করেন সাকিব সেলিম। ছবিতে সালমান খানের সঙ্গে ববি দেউলকেও দেখা যায়। তবে আপাতত তার জেলে যাওয়ার আশঙ্কা না থাকলেও ৭ মে তাকে আবারও আদালতের শুনানিতে হাজির হতে হবে।

Symphony 2018

salman-khan-techshohor১৯৯৮ সালের ১ ও ২ অক্টোবর যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের মাঝে আলাদা আলাদা জায়গায় দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেন সালমান খান। বিরল প্রজাতির দুটি কৃষ্নসার হরিণ শিকারের সেই ঘটনায় বৃহস্পতিবার সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত।

আরও পড়ুন ঃ- সালমানের কিক মুভির মোবাইল গেইম

ফেইসবুকে সালমান- সাবিলার ছবি নিয়ে গুঞ্জন

*

*

Related posts/