Maintance

কেমব্রিজ অ্যানালিটিকার কাছে কার তথ্য দেখাচ্ছে ফেইসবুক

প্রকাশঃ ৬:১৪ অপরাহ্ন, এপ্রিল ৯, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৭ অপরাহ্ন, এপ্রিল ৯, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফেইসবুক ব্যবহারকারীদের তথ্য কেমব্রিজ অ্যানালিটিকার মাধ্যমে বেহাতের ঘটনা এখন অনেকটাই পুরনো।

তবে সেই ফাঁস হওয়া তথ্যগুলোর মধ্যে কার কার তথ্য রয়েছে সেটি জানার জন্য সোমবার থেকে নিউজফিডে দেখানো শুরু করেছে ফেইসবুক।

ফেইসবুক এর আগে সংবাদ সম্মেলন করে জানিয়েছে, তাদের কাছ থেকে কেমব্রিজ অ্যানালিটিকা আট কোটি ৭০ লাখ গ্রাহকের তথ্য নিয়েছে। তবে এই ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে যুক্তরাষ্ট্রের। যার পরিমাণ অন্তত ৭ কোটি। এর পরেই রয়েছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং যুক্তরাজ্যের ব্যবহারকারীর তথ্য।

তবে ফেইসবুকের ২২০ কোটি ব্যবহারকারীই একটি করে ম্যাসেজ পাবেন। সেখানে টাইটেল থাকবে ‘আপনার তথ্য সুরক্ষিত রাখুন’। সেখানে একটি লিঙ্ক দেওয়া থাকবে যাতে ব্যবহারকারীরা কোন কোন অ্যাপের মাধ্যমে তাদের তথ্য শেয়ার করেছেন সেটি দেখা যাবে। এমনকী ব্যবহারকারীরা চাইলে সেই তথ্য দেওয়া থেকে নিজেদের বিরত রাখতে তা বন্ধ করতে পারবেন। তাহলে আর তৃতীয় পক্ষের কেউ সেই অ্যাপের মাধ্যমে তথ্য নিতে পারবেন না।

আরও পড়ুন ঃ- ইমেইল, ফোন নম্বর দিয়ে বন্ধু খোঁজা বন্ধ করলো ফেইসবুক

Facebook-PYI-Techshohor

এটি সোমবার থেকেই নিউজ ফিডের উপরের দিকে দেওয়া শুরু হয়েছে।

Symphony 2018

এর আগে তৃতীয় পক্ষের অ্যাপ হিসেবে ফেইসবুকের সঙ্গে কাজ করে রাজনৈতিক ডেটা বিশ্লেষক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা পাঁচ কোটি গ্রাহকের তথ্য হাতিয়ে নেয় বলে খবর ফাঁস হয়। তবে সেই সংখ্যা অন্তত আট কোটি ৭০ লাখ বলে পরে জানায় ফেইসবুক।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেটাগুলো ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এর আগে ফেইসবুক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে ক্ষমা চেয়েছে। প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সংবাদ সম্মেলন থেকে জানান, তাদের সঙ্গে কেমব্রিজ অ্যানালিটিকা বিশ্বাসঘাতকতা করেছে। তবে গ্রাহকের তথ্য সুরক্ষায় তারা সচেতন এবং আরো কঠোরভাবে কাজ করবেন বলে জানান।

এখন অবশ্য তৃতীয় পক্ষের কোন অ্যাপকে আর ডেটা সংগ্রাহের অনুমতি দিচ্ছে না বলে বলেছে ফেইসবুক।

কেমব্রিজ অ্যানালিটিকা তিন কোটি ব্যবহারকারীর তথ্য ফেইসবুক থেকে নিয়েছে বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে।

ইমরান হোসেন মিলন

আরও পড়ুন ঃ- প্রাইভেসি সেটিংসের ইন্টারফেইস সহজ করছে ফেইসবুক

ফেইসবুকের ডেটা ফাঁস, কেমব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে পরোয়ানা

*

*

Related posts/