Maintance

অ্যান্ড্রয়েডে ভলকানের নতুন সংস্করণ আসছে

প্রকাশঃ ৯:৫৫ অপরাহ্ন, এপ্রিল ৯, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৮ অপরাহ্ন, এপ্রিল ৯, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আসন্ন অ্যান্ড্রয়েড পি আপডেটে যুক্ত করা হয়েছে ভলকান ১.১ এপিআই। ভলকান এপিআই প্রথম যুক্ত করা হয়েছিল অ্যান্ড্রয়েড ৭ নুগ্যাট আপডেটে।

নতুন ফিচারের তালিকাটির বেশিরভাগ ব্যবহারকারীদের কাছেই দুর্বোধ্য মনে হবে। তবে ভলকান ১.১ ব্যবহার করে গেইম তৈরি হলে গেইমাররা প্রসেসরের ওপর অতিরিক্ত চাপ ছাড়াই হাই গ্রাফিক্সের গেইম খেলতে পারবেন।

ভলকানের সকল ফিচার এর মধ্যেই অ্যান্ড্রয়েড পি এর মূল কোডের সঙ্গে একত্রিত করে দেয়া হয়েছে। নতুন ফিচারের মধ্যে থাকছে সাবগ্রুপ অপারেশন, এক্সটেনশনস ইন্টিগ্রেশন, এসপিআইআর-ভি ১.৩ ও অন্যান্য।

Symphony 2018

নতুন আপডেটের কারণে পুরানো গেইমগুলো চালাতে সমস্যা হবে না। তবে নতুন ফিচারগুলোর সুবিধা পেতে গেইম নির্মাতাদের সেগুলো গেইমের মধ্যে নতুন করে ঢুকাতে হবে। অতএব নতুন ফিচারের সুবিধা পেতে একটু সময় লাগতে পারে।

অ্যান্ড্রয়েড পি আসছে আগামী অাগাস্টে, শুরুতে শুধুমাত্র গুগল পিক্সেল সিরিজেই সেটি পাওয়া যাবে। বাকি ফ্ল্যাগশিপ ও মাঝারিমূল্যের ডিভাইসে অ্যান্ড্রয়েড পি আপডেট পেতে হলে অপেক্ষা করতে হবে ৬ মাস পর্যন্ত।

জিএসএমএরিনা অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/