Maintance

সত্যিই ফাঁস শাওমি ব্ল্যাকশার্কের ছবি

প্রকাশঃ ৯:০৫ অপরাহ্ন, এপ্রিল ৯, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৩ অপরাহ্ন, এপ্রিল ৯, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শাওমির নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস ব্ল্যাকশার্কের ছবি ফাঁস হয়েছে। ফোনটির পেছনের অংশের পুরোটাই দেখা গেছে।

বিশাল বড় গেইম কন্ট্রোলারযুক্ত ফোনটি পকেটে রাখার আশা না করাই ভালো। তবে সম্ভবত কন্ট্রোলার অংশটি খোলার ব্যবস্থা রাখা হবে।

কালো প্লাস্টিকের মধ্যে গাঢ় সবুজ রঙে লেখা ব্ল্যাকশার্ক লোগোর পাশাপাশি গাড় সবুজ ‘এস’ লোগোও ফোনটির পেছনে রয়েছে। ক্যামেরার অবস্থান দেখে ধারণা করা হচ্ছে, ফোনটির ওপরের অংশেই মূল কন্ট্রোলগুলো দেয়া হয়েছে, কেননা ফোনটির নিচের অংশের চেয়ে ওপরের অংশটি আরও বড়।

Symphony 2018

ছবির ফোনটি সত্যিই শাওমি ব্ল্যাকশার্ক কি না এ ব্যাপারে ফোনটির সহনির্মাতা ব্ল্যাকশার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা কোনো মন্তব্য করেননি। তবে এর আগে ফাঁস হওয়া একটি ছবিকে তিনি মিথ্যা বলে টুইট করেছিলেন, ফলে এ ছবির ব্যাপারে তিনি চুপ করে থাকার অর্থ ছবিটি সত্যিই ব্ল্যাকশার্কের।

ব্ল্যাকশার্ক ফোনটিতে থাকছে কোয়লকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর, ১৮:৯ অনুপাতের ওলেড ডিসপ্লে, সামনে অবস্থিত ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ৬ অথবা ৮ গিগাবাইট র‌্যাম ও ১২৮ বা ২৫৬ গিগাবাইট স্টোরেজ। দ্রুত চার্জ করার জন্য থাকছে কোয়ালকম কুইকচার্জ ৩। অপারেটিং সিস্টেম হবে অ্যান্ড্রয়েড ৮ ওরিও।

ফ্ল্যাগশিপ গেইমিং ফোনের মূল্য কম হওয়ার সম্ভাবনা নেই। তবে দাম সম্পর্কে কিছু জানা যায়নি এখনো।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

আরও পড়ুন: পারফরমেন্সের চমক দেখাল শাওমি ব্ল্যাকশার্ক

*

*

Related posts/