Maintance

শাওমির দুই ফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৬৭০

প্রকাশঃ ২:০৬ অপরাহ্ন, এপ্রিল ৯, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৭:১০ অপরাহ্ন, এপ্রিল ৯, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭০ প্রসেসর নিয়ে দুটি ফোন আনছে শাওমি।

ফোনগুলোর সাংকেতিক নাম দেওয়া হয়েছে কমেট ও সিরিয়াস। এর বাইরে আর কোনো তথ্য জানা যায়নি। এ সম্পর্কে প্রথম টুইট করেছেন এক্সডিএ ফোরামের প্রধান সম্পাদক মিশাল রাহমান।

ফোন দুটির একটি শাওমি এমআই নোট ৪ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যটি হতে পারে শাওমি এমআই ম্যাক্স ৩।

Symphony 2018

তবে এমআই ম্যাক্স ৩ ফোনটিই সবার আগে আসার কথা। এর আগে এমআই ম্যাক্স ২ বাজারে আসার এক বছর হয়ে গেছে। ফ্যাবলেট ব্যবহারকারীদের মধ্যে এমআই ম্যাক্স সিরিজটি খুবই জনপ্রিয়। এমআই নোট ৪ ফোনটির ঘোষণা এ বছরের মাঝামাঝি বা তৃতীয় প্রান্তিকে দেওয়া হতে পারে।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭০ প্রসেসরটি অক্টাকোর হলেও, ভারি কাজের জন্য শক্তিশালী কোর চারটি নয় বরং দুটি দেয়া হবে। বাকি ছয়টি কোর ব্যাটারি সাশ্রয়ী কর্টেক্স এ৫৩ প্রযুক্তির হতে যাচ্ছে। প্রসেসরটি সম্পর্কে আরও জানা যাবে স্ন্যাপড্রাগন ৬৭০ সমৃদ্ধ ফোন বাজারে আসার পর।

ফোনগুলো উচ্চ-মাঝারী মূল্যের স্মার্টফোনের কাতারে পড়বে, অতএব ফোনগুলোর দাম ৩০ হাজারের আশপাশে হতে পারে।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/