Maintance

এখনো সচল শাওমির প্রথম ফোন

প্রকাশঃ ১২:১৮ অপরাহ্ন, এপ্রিল ৯, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৯ অপরাহ্ন, এপ্রিল ৯, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রথম শাওমি ফোন এমআই ১ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছিলো সাত বছর আগে। এর পরের বছরই আসে শাওমি এমআই ১ ইউথ এডিশন। সম্প্রতি ফোনটি নিয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন বেশ কয়েকজন চাইনিজ ব্যবহারকারী।

চীনের মাইক্রো ব্লগিং সাইট উইবোতে ফোনটির এক ব্যবহারকারী বলেন, ৭৬৮ মেগাবাইট র‍্যামের ফোনটি এখনো কোনো সমস্যা ছাড়াই চলছে। খুব অপ্রত্যাশিতভাবেই পোস্টটিতে কমেন্ট করেন শাওমি কর্পোরেশনের প্রতিষ্ঠাতা লেই জুন। সেখানে তিনি জানান, শাওমি এমআই ১ ইউথ এডিশন ফোনটি বাজারে এসেছিলো ১৮ মে ২০১২ সালে।

xiaoni-M1-techshohor

Symphony 2018

ছয় বছরের পুরানো এই ফোন আছে ৪ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, যার রেজুলেশন ৪৮০*৮৫৪ পিক্সেল। প্রসেসর হিসেবে ছিলো স্ন্যাপড্রাগন এমএসএম৮২৬০। পেছনের ক্যামেরায় ছিলো ৮ মেগাপিক্সেল। ব্যাকআপের জন্য ছিলো ১৯৩০ এমএএইচ ব্যাটারি।

শাওমি কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয়েছিলো ঠিক ২০১০ সালের ৬ এপ্রিল। আট বছর পূর্তি উপলক্ষেই ফিরে এসেছে শাওমি এমআই ১ এর স্মৃতি।

গিজ চায়না অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/