Maintance

শাওমি আনলো নিজস্ব এআই অ্যাসিস্ট্যান্ট

প্রকাশঃ ৩:০৪ অপরাহ্ন, এপ্রিল ৮, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৭ অপরাহ্ন, এপ্রিল ৮, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অন্যান্য স্মার্টফোন নির্মাতাদের পথ ধরে শাওমিও এবার নিজস্ব এআই অ্যাসিস্ট্যান্ট এনেছে। তাদের নতুন ফ্ল্যাগশিপ ‘এমআই মিক্স ২এস’ ফোনে তা প্রথম ব্যবহার করা যাবে।

অ্যাসিস্ট্যান্টির নাম দেয়া হয়েছে ‘শাও এআই’। কাজকর্ম আর ইন্টারফেইসে গুগল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে আছে দারুন মিল।

গান চালানো, লেখা ট্রান্সলেশন, ম্যাসেজ পাঠানো, অ্যালার্ম সেট করা, অ্যাপ্লিকেশন চালু করা, ক্যামেরা চালানো ও অন্যান্য বেশ কিছু ফিচার ‘শাও এআই’ এখনই করতে পারবে। পরে এতে আরও ফিচার যুক্ত করা হবে।

Symphony 2018

আপাতত শাওমির অ্যাসিস্ট্যান্ট শুধুমাত্র চীনা ভাষায় কাজ করবে। তবে ভবিষ্যতে অন্যান্য ভাষায়ও ব্যবহার করার ফিচার যুক্ত করা হতে পারে।

তবে চীনের বাইরে শাও এআই ব্যবহারের প্রয়োজন কতটুকু তা নিয়ে প্রশ্ন রয়েছে। পৃথিবীর প্রায় প্রতিটি দেশে গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা ও কোর্টানা প্রতিটি অ্যান্ড্রয়েডে ব্যবহার করা সম্ভব, সেখানে শাও এআই নিজের স্থান করে নেয়ার সম্ভাবনা কম।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/