Maintance

অনার ১০ এর প্রমোশনাল পোস্টার ফাঁস

প্রকাশঃ ১২:৩৬ অপরাহ্ন, এপ্রিল ৮, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৩ অপরাহ্ন, এপ্রিল ৮, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : হুয়াওয়ের অনার সিরিজের ফোন অনার ১০ উন্মোচন হওয়ার কথা আগামী মাসে। কিন্তু তার আগেই চীনের মাইক্রো ব্লগিং সাইট সিনা উইবোতে ফোনটির ছবি সম্বলিত পোস্টার ও তথ্য ফাঁস হয়েছে।

পোস্টারটিতে দেখা গেছে, ফোনটির পেছনে আছে মাল্টিকালার প্যাটার্ন। ছবি দেখে ধারণা করা হচ্ছে, ফোনটি দেখতে হবে হুয়াওয়ে পি২০ ও পি২০ প্রোয়ের মতো।

ধারণা করা হচ্ছে, ফোনটির পেছনে থাকবে ডুয়েল ক্যামেরা লেন্স ও সামনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Symphony 2018

gsmarenat-techshoshor

ফোনটিতে থাকবে ৫ দশমিক ৮ ইঞ্চির ফুলভিউ ডিসপ্লে। এর অ্যাস্পেক্ট রেশিও হবে ১৮ : ৯। রেজুলেশন হবে ২১৬০*১০৮০ পিক্সেল। প্রসেসর হিসেবে থাকবে কিরিন ৯৭০ এআই চিপসেট। র‍্যাম থাকবে ৬ জিবি আর স্টোরেজ থাকবে ২৫৬ জিবি।

অনার ১০ ফোনটি আগামী মাসের ১৫ তারিখ লন্ডনের এক ইভেন্টে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। তবে এপ্রিলের শেষেই ফোনটি চীনের বাজারে আসতে পারে।

গিজচায়না অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/