Maintance

হুয়াওয়ে কিরিন ৯৮০ প্রসেসরে ৭ ন্যানোমিটার প্রযুক্তি

প্রকাশঃ ১:০৬ অপরাহ্ন, এপ্রিল ৮, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৩ অপরাহ্ন, এপ্রিল ৮, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নির্মাতা হুয়াওয়ে তাদের নতুন প্রসেসর তৈরি শুরু করতে যাচ্ছে। হাইসিলিকন কিরিন ৯৮০ মডেলের প্রসেসরটি ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি করা হবে। এর ফলে ব্যাটারির ওপর চাপ কমবে, আরও কম উত্তাপে প্রসেসরটি দীর্ঘ সময় ধরে কাজ করতে পারবে।

কোয়ালকম, হুয়াওয়ে ও অ্যাপল প্রসেসর ডিজাইনের কাজ করলেও তা উৎপাদনের কাজটি করে থাকে স্যামসাং ও টিএসএমসি। দুটি কোম্পানিই ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে প্রসেসর নির্মাণ করার জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে। স্যামসাং শীঘ্রই ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে প্রসেসর বানাবে না, ফলে কিরিন ৯৮০ তৈরি করবে শুধু টিএসএমসি।

কিরিন ৯৮০ ছাড়াও, অ্যাপল এ১৩ ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর দুটিও  তৈরির জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে টিএসএমসি।

Symphony 2018

প্রসেসরটিতে হুয়াওয়ের নিজস্ব ডিজাইনের জিপিউ থাকতে পারে। অ্যাপল ও কোয়ালকমের পর তারাই প্রথম নিজস্ব ডিজাইনের জিপিউ ব্যবহার শুরু করবে।

তবে সিপিউ কোরের ডিজাইন এখনো এআরএম এর থেকেই নিবে হুয়াওয়ে। এতে কর্টেক্স এ৭৫ প্রযুক্তির কোর থাকার সম্ভাবনাও রয়েছে।

ফ্ল্যাগশিপ ফোন মেট সিরিজেই হুয়াওয়ে প্রসেসরটি প্রথম ব্যবহার করবে। সেটির নাম মেট ১১ নাকি মেট ২০ হবে তা নিয়ে রয়েছে বিতর্ক। এখন দেখার বিষয় কিরিন ৯৮০ পারফরম্যান্সে কি চমক দেখায়।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/