Maintance

ব্যবহারকারীদের স্বাস্থ্যের খবরও নিতে চায় ফেইসবুক

প্রকাশঃ ১২:১৩ অপরাহ্ন, এপ্রিল ৭, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৭ অপরাহ্ন, এপ্রিল ৭, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য আর ম্যাসেজ সংগ্রহ করেই ক্ষান্ত দেয়নি ফেইসবুক, তারা একসময় স্বাস্থ্য সংক্রান্ত তথ্যও সংগ্রহের চিন্তা করেছিল। সিএনবিসির এক রিপোর্টে সম্প্রতি এমন তথ্যই উঠে এসেছে।

ব্যবহারকারীদের সোশ্যাল মিডিয়ার তথ্যের সঙ্গে মেডিকেল তথ্য যুক্ত করে স্বাস্থ্যসেবা দেওয়া আরও সহজ করা যায় কি না সেটি নিয়ে গবেষণা করার পরিকল্পনা করছিল ফেইসবুক। এ ব্যাপারে স্ট্যানফোর্ড মেডিক্য়াল স্কুল আর অ্য়ামেরিকান কলেজ অফ কার্ডিওলজির সঙ্গে তারা চুক্তি করার ব্যাপারে অগ্রসর হয়েছিলো।

facebook-techshohorতবে সাম্প্রতিক সময় ফেইসবুক ব্য়বহারকারীদের তথ্য ইচ্ছেমত সংগ্রহ ও অপব্যবহারের অভিযোগের পর এই চুক্তি থেকে পিছিয়ে গেছে দুটি সংস্থা।

Symphony 2018

তথ্য অপব্যবহারের ঘটনায় প্রতিটি ব্যবহারকারীই তাদের তথ্য় ফেইসবুককে দেওয়ার ব্যাপারে সতর্ক হয়ে গেছেন। এর ফলে শুধু মেডিকেল গবেষণার প্রজেক্টই নয়, ফেইসবুকের নিজস্ব স্মার্ট স্পিকারও সহসাই বাজারে আনছে না তারা।

স্বাস্থ্যগত তথ্য়ের গোপনীয়তা রাখা অত্যন্ত জরুরী। এ বিষয়ক তথ্য অপব্যবহার করা হলে ব্যবহারকারীদের জীবনে বড় ধরণের ক্ষতি হয়ে যেতে পারে।

ইউবারগিজমো অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/