Maintance

স্বল্পমূল্যের পিক্সেল ফোন আনছে গুগল

প্রকাশঃ ১২:০০ অপরাহ্ন, এপ্রিল ৬, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৭ অপরাহ্ন, এপ্রিল ৫, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পিক্সেল সিরিজে সাশ্রয়ী মূল্যের ফোন যুক্ত করবে গুগল। এমনটাই গুঞ্জন চলছে চীনের প্রযুক্তি বিশ্বে। অ্যান্ড্রয়েড গো সিরিজের অপারেটিং সিস্টেম সমৃদ্ধ ফোনটির মূল্য নাগালের মধ্যে রাখার চেষ্টা করা হবে। ফলে দেখতে হয়ত পিক্সেল ফ্ল্যাগশিপের মতো হবে না, তবে ফোনগুলো নির্ভরযোগ্যভাবে ব্যবহার করা যাবে।

মাত্র দুইদিন আগেই জানা গেছে, পিক্সেল সিরিজে মাঝারী মূল্যের ফোন যুক্ত হচ্ছে। সঙ্গে স্বল্পমূল্যের ডিভাইস যুক্ত করা হলে গুগলের পিক্সেল সিরিজ একদম অল্প বাজেট থেকে ফ্ল্যাগশিপ, প্রতিটি ক্রেতার কাছেই পৌঁছে দেওয়া যাবে।

এমতাবস্থায় অ্যান্ড্রয়েড ওয়ান প্রজেক্টের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেটার উত্তর হতে পারে পিক্সেল সিরিজের ক্ষেত্রে গুগল হার্ডওয়্যার ও সফটওয়্যার দুটোই নিজেরা তৈরি করবে। অ্যান্ড্রয়েড ওয়ানের হার্ডওয়্যার তৈরি করবে অন্যান্য নির্মাতারা, গুগল শুধু সফটওয়্যারের দায়িত্বে থাকবে।

Symphony 2018

স্টক অ্যান্ড্রয়েড চান এমন ক্রেতার অভাব নেই। এতদিন কাস্টম রমের ওপরেই বেশিরভাগ ব্যবহারকারীদের ভরসা করতে হতো, এখন সরাসরি স্টক অ্যান্ড্রয়েড হাতে পৌঁছে দিতে এ উদ্যোগ নিচ্ছে গুগল।

ফোনটি কবে নাগাদ আসবে, স্পেসিফিকেশন কি হবে কিছুই জানা যায়নি। শুধু জানা গেছে ফোনটির বডি প্লাস্টিকের হবে।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/