Maintance

গেইমিং ল্যাপটপের দাম কমলো

প্রকাশঃ ৫:২৬ অপরাহ্ন, এপ্রিল ৪, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৬ অপরাহ্ন, এপ্রিল ৪, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দুটি গেইমিং ল্যাপটপের দাম কমিয়েছে ওয়ালটন। তাদের রয়েছে দুই মডেলের ডিজাইন, সিমুলেশন অ্যান্ড গেইমিং ল্যাপটপ। যার একটি হলো ওয়াক্সজ্যাম্বু সিরিজের ডব্লিউডব্লিউ১৭৬এইচ৭বি মডেল।

আগে ল্যাপটপটির দাম ছিল ৮৯ হাজার ৫৫০ টাকা। বর্তমানে ল্যাপটপটি পাওয়া যাচ্ছে ৭৯ হাজার ৯৫০ টাকায়। আর কেরোন্ডা সিরিজের ডব্লিউকে১৫৬এইচ৭বি মডেলের ল্যাপটপটির দাম ছিল ৭৯ হাজার ৫৫০ টাকা। হ্রাসকৃত মূল্যে এটি এখন মিলছে ৬৯ হাজার ৯৫০ টাকায়।

Walton-gaming-techshohor

Symphony 2018

ওয়ালটন কম্পিউটার প্রজেক্ট ইনচার্জ ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী জানান, এসব ল্যাপটপ সাধারণত হাই কনফিগারেশনের হয়। এতে অন্যান্য সাধারণ ল্যাপটপের চেয়ে দামটাও বেশি হয়। ক্রেতাদের অনুরোধে গেইমিং ল্যাপটপের দাম কয়েক দফা কমানো হয়েছে।

ওয়ালটনের কম্পিউটার গবেষণা ও উন্নয়ণ বিভাগের প্রধান রাজিব হাসান রাজু জানান, ডব্লিউকে১৫৬এইচ৭বি গেইমিং ল্যাপটপটিতে আছে ১৭ দশমিক ৩ ইঞ্চি স্ক্রিন।কেরোন্ডা সিরিজের ডব্লিউকে১৫৬এইচ৭বি মডেলের ল্যাপটপটিতে আছে ১৫ দশমিক ৬ ইঞ্চির স্ক্রিন।

আনিকা জীনাত

*

*

Related posts/