Maintance

ডুয়াল ক্যামেরা পাচ্ছে গ্যালাক্সি জে৭ নতুন সংস্করণ

প্রকাশঃ ৮:৪৮ অপরাহ্ন, এপ্রিল ৪, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৮ অপরাহ্ন, এপ্রিল ৪, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মাঝারি মূল্যের ফোন গ্যালাক্সি জে৭ নতুন সংস্করণে  ডুয়াল ক্যামেরা দিচ্ছে স্যামসাং।

ফ্ল্যাগশিপের বাইরে এবারই প্রথম ডুয়াল ক্যামেরা পাচ্ছে কোনও স্যামসাং ফোন। পেছনের মাঝ বরাবর ক্যামেরা দুটি ওপর নিচ করে বসানো হবে। ক্যামেরার এলইডি ফ্ল্যাশের স্থান দেয়া হয়েছে ক্যামরার বাম পাশে।

এ বিষয় স্যামসাং গ্যালাক্সি জে৭ এর আউটলাইন ছবি ফাঁস হওয়ার পর জানা গেছে। মজার বিষয় হচ্ছে, সামনে স্যামসাং তেমন পরিবর্তন আনেনি, পূর্বের ১৬:৯ অনুপাতের ডিসপ্লে, হোম বাটনেট মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ক্যাপাসিটিভ বাটন আর বড়সড় বেজেল আছে অপরিবর্তিত।

পেছনের ক্যামেরা দুটির একটি ১৩ মেগাপিক্সেল, যার অ্যাপার্চার এফ/১.৭। অন্যটির রেজুলেশন  ৫ মেগাপিক্সেল আর অ্যাপার্চার এফ/১.৯। সামনে ৫ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লের রেজুলেশন ৭২০পিক্সেল, অর্থাৎ ১২৮০ x ৭২০ পিক্সেল। সেলফি ক্যামেরার রেজুলেশন থাকছে ৮ মেগাপিক্সেল।

Symphony 2018

মজার বিষয় হচ্ছে, ফোনটির ব্যাটারি প্রয়োজনের পেছনের প্যানেল খুলে বদলে নেয়া যাবে, সেটি ফিক্সড নয়। আজকাল এ ফিচারটির তেমন দেখা পাওয়া যায় না।

অ্যান্ড্রয়েড ৮ ওরিও চালিত ফোনটিতে থাকছে স্যামসাং এক্সিনস ৭৮৮৫ প্রসেসর, ৩ অথবা ৫ গিগাবাইট র‌্যাম আর মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা।

গ্যালাক্সি জে৭ ২০১৮ সংস্করণে প্রথমবারের মত ফ্ল্যাগশিপের বাইরে স্যামসাং তাদের নিজস্ব অ্যাসিস্ট্যান্ট বিক্সবি দিয়েছে। তবে কোনও হার্ডওয়্যার বাটন দেয়া হয়নি বিক্সবিকে সরাসরি ডাকার জন্য।

ফোনটি কবে নাগাদ বাজারে আসবে বা মূল্য কত হবে সে বিষয় কিছু জানা যায়নি।

এস এম তাহমিদ

*

*

Related posts/