Maintance

আসছে মাঝারী মূল্যের গুগল পিক্সেল

প্রকাশঃ ১১:৩৬ পূর্বাহ্ন, এপ্রিল ৫, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৬ পূর্বাহ্ন, এপ্রিল ৫, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: গুগল পিক্সেল সিরিজে আসছে মাঝারী মূল্যের ফোন। পিক্সেএল সিরিজের দাম বরাবরই বেশি। ফলে ভারত বা অন্যান্য দেশগুলোর বাজারে গুগল খুব বেশি সুবিধা করতে পারেনি। সেটি বদলে দিতেই গুগলের এ সিদ্ধান্ত নিয়েছে।

অ্যান্ড্রয়েড ওয়ান প্রজেক্টের মূল লক্ষ্য বাজেটের মধ্যে স্টক অ্যান্ড্রয়েড সবার কাছে পৌঁছে দেয়া। প্রজেক্টে অংশ নেয়া ফোন নির্মাতারা এর মধ্যেই মাঝারী মূল্যে স্টক অ্যান্ড্রয়েড সমৃদ্ধ ফোন সবার কাছে পৌঁছে দিচ্ছেন।

এর মধ্যে অন্যতম শাওমি ও নকিয়া। তবে অ্যান্ড্রয়েড ওয়ান সিরিজের ফোনগুলো অন্য নির্মাতারা নিজস্ব ডিজাইনে তৈরি করার ফলে সেগুলোর ফিচারের ওপর গুগলের সরাসরি হাত নেই। সেজন্য তারা নিজেই মাঝারী মূল্যের পিক্সেল ফোন তৈরি করতে যাচ্ছে।

Symphony 2018

‌ফোনটির স্পেসিফিকেশন বা মূল্যের ব্যাপারে কিছু জানা যায়নি। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬০০ বা ৭০০ সিরিজের প্রসেসর দেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ফোনটির বডি তৈরি করা হবে কাঁচ ও অ্যালুমিনিয়াম দিয়ে। সামনে থাকবে ৫ দশমিক ৫ বা ৬ ইঞ্চি ডিসপ্লে।

ফোনটি জুলাই বা অগাস্টে বাজারে আসতে পারে। এরই ধারাবাহিকতায় মাঝারী মূল্যের পিক্সেলবুক ও গুগল হোম অ্যাক্সেসরিজও আসার কথা রয়েছে।

গুগল উন্নয়নশীল দেশের অধিবাসীদের ইন্টারনেটের দুনিয়ায় পৌঁছে দেওয়ার জন্য বেশ কিছু বছর ধরেই কাজ করছে। নতুন ফোন ও অন্যান্য মাঝারী মূল্যের ডিভাইস তারই অংশ।

এক্সডিএ ডেভেলাপারস অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/