![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চলতি বছরে জানুয়ারিতে আইবিএমকে ছাড়িয়ে গেছে স্যামসাং। মূলত স্যামসাং যুক্তরাষ্ট্রে তাদের ইলেক্ট্রনিক্স পণ্যের প্যাটেন্ট করানোতেই আইবিএমকে হার মানিয়েছে।
চলতি বছরের জানুয়ারি ধরে দক্ষিণ কোরিয় জায়ান্টটি ৭৫ হাজার ৫৯৬টি প্যাটেন্ট দাখিল করেছে। যা আইবিএম-এর চেয়ে ১.৬ শতাংশ বেশি। খবরটি সোমবার জানিয়েছে ইয়নহাপ নিউজ এজেন্সি। সেখানে বলা হচ্ছে, শীর্ষ ১০০ প্যাটেন্টের তালিকায় বেশিরভাগই স্যামসাংয়ের।
গত ২৫ বছরে আইবিএম যুক্তরাষ্ট্রে নিজেদের নামে প্যাটেন্ট করিয়েছে ৪৬ হাজার ৪৪৩টি।
আরও পড়ুন : নুডুলস বেচতো স্যামসাং!
বিশ্লষকরা বলছেন, এখন স্যামসাং সবার উপরে রয়েছে। এটা হয়তো তারা করছে ভবিষ্যতের কথা ভেবেই।
আইবিএম এখন অনেক পুরোনো প্রতিষ্ঠান। তাই তারা উদ্ভাবনে যতোটা জোর দিয়েছে তার চেয়ে বেশি তারা কিনে নেওয়াতেই রয়েছে। ফলে তাদের প্যাটেন্ট করার পরিমাণও কমে গেছে বলে মনে করছেন তারা।
প্যাটেন্ট করানোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জাপানের ক্যামেরা ব্র্যান্ড ক্যানন। তারা ৩৮ হাজার ৯৯৬টি প্যাটেন্ট করিয়েছে। মাইক্রোসফট করিয়েছে ৩৩ হাজার ৩২৭টি, ইন্টেল ৩০ হাজার ৯৮৫টি প্যাটেন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে।
আরেকটি দক্ষিণ কোরিয় ব্র্যান্ড এলজি ইলেক্ট্রনিক্স ২৮ হাজার ২৩৫ প্যাটেন্ট করিয়ে রয়েছে সপ্তম স্থানে।
ইমরান হোসেন মিলন
আরও পড়ুন ঃ-