Maintance

দেখতে যেমন মটোরোলা জেড৩ প্লে

প্রকাশঃ ৬:০৬ অপরাহ্ন, এপ্রিল ২, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৪ পূর্বাহ্ন, এপ্রিল ৩, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জেড সিরিজের নতুন ফোন আনতে যাচ্ছে মটোরোলা। ‘মটো জে৩ প্লে’ নামে ফোনটি চলতি বছর উন্মোচন করা হবে।

এ বিষয়ে মটোরোলার মালিকানাধীন প্রতিষ্ঠান লেনেভো কিছু না জানালেও অনলাইনে ফাঁস হয়েছে ফোনটির বিভিন্ন তথ্য ও ছবি।

ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) তালিকায় দেখা যায়, এক্সটি১৯২৯ মডেল নম্বর দিয়ে নতুন ফোনের কাজ এগিয়ে নিচ্ছে মটোরোলা।

Symphony 2018

ফাঁস হওয়া তথ্য জানা যায়, ফোনটিতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেটের প্রসেসর। ৪ গিগাবাইট র‍্যামের পাশাপাশি ডিভাইসটি ৩২ ও ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরির সংস্করণে বাজারে আসতে পারে।

ফাঁস হওয়া রেন্ডার ছবিতে দেখা যায়, ফোনটির পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ ও ফ্ল্যাশ। এছাড়াও, এতে মিলবে মটো মডসের সুবিধা। তবে ডিভাইসটিতে নেই ফুল ভিউ বা নচ ডিসপ্লে। এতে আছে ৩.৫ এমএম হেডফোন জ্যাক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

গত বছর জুনে জেড২ প্লে উন্মোচন করা হয়েছিল। তাই ধারণা করা হচ্ছে, চলতি বছর জুনে আনুষ্ঠানিকভাবে ডিভাইসটির ঘোষণা আসতে পারে। তবে মূল্য কতো হবে সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

অ্যান্ড্রয়েড অথরিটি অবলম্বনে তুসিন আহমেদ

আরো পড়ুন: 

*

*

Related posts/