Maintance

সিরির জন্য ১৬১ কর্মী নেবে অ্যাপল

প্রকাশঃ ৪:৫০ অপরাহ্ন, এপ্রিল ২, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫০ অপরাহ্ন, এপ্রিল ২, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সিরিকে আরও উন্নত করতে ১৬১ জন কর্মী নিয়োগ দেবে অ্যাপল। থিঙ্কনাম নামে একটি ডেটা ফার্ম জানিয়েছে, গত শনিবার এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়।

ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সিরিকে আইফোনে যুক্ত করা হয় ২০১১ সালে। পরবর্তীতে তা আইপ্যাড, ম্যাক, এয়ারপড ও  হোমপডে যুক্ত করা হয়।

কিন্তু বাজারে থাকা অ্যামাজনের অ্যালেক্সা ও গুগল অ্যাসিস্ট্যান্টের চেয়ে সিরির দক্ষতা কম। কারণ ব্যবহারকারীদের অনেক কমান্ডই বুঝতে পারে না সিরি। হোমপড বাজার আসার পর সিরিকে নিয়ে ব্যবহারকারীদের মধ্যে হতাশাও যেন বেড়ে যায়।

Symphony 2018

এ অবস্থায় শুধু সিরির জন্যই ১৫৪ জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। বাকি থাকা ৭ জন সিরির ডিজাইন ও প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগে কাজ করবেন।

apple-park-techshohor
অ্যাপল পার্ক

১৬১ জন কর্মীর মধ্যে অ্যাপলের কিউপারটিনোর হেডকোয়ার্টারে চাকরি পাবেন ১২৫ জন। ১০ জন নিয়োগ পাবেন অ্যাপলের যুক্তরাজ্য শাখায়। চারজন নিয়োগ পাবেন সাংহাইয়ে। সানফ্রান্সিস্কো, সিয়াটল, অটোয়া, টোকিও, বেইজিং, সিঙ্গাপুর, মিউনিখ ও মাদ্রিদ শহরে এক জন করে  নিয়োগ পাবেন।

ডিজিটাল ট্রেন্ড অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/