Maintance

আসছে ভিভোর নতুন ফোন

প্রকাশঃ ৩:৫১ অপরাহ্ন, এপ্রিল ২, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৭ অপরাহ্ন, এপ্রিল ২, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন দুটি ফোন আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। মিডরেঞ্জ গ্রাহকদের জন্য আনতে যাওয়া ডিভাইস দুটি হল ভিভো ওয়াই৭১ ও ওয়াই৭১এ। তবে ফোনগুলো সম্পর্কে প্রতিষ্ঠানটি চুপ থাকলেও ফোন বিষয়ক সাইট টিনায় ফাঁস হয়েছে তথ্য ও ছবি।

ফাঁস হওয়া তথ্যে জানা যায়, ওয়াই৭১ ফোনে থাকতে পারে ৫.৯ ইঞ্চি ডিসপ্লে। যা হবে ১৪৪০*৭২০ পিক্সেল রেজুলেশন সমৃদ্ধ। মেটাল বডি যুক্ত ফোনটির পুরুত্ব হবে ১৫৫.৮৭*৭৫.৭৪*৭.৮ এমএম এবং ওজন হবে ১৫০ গ্রাম।

আরও পড়ুন ঃ- এ বছর স্মার্টফোনকে বদলে দেবে যেসব প্রযুক্তি

এতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫ চিপসেটের প্রসেসর ও ৩ গিগাবাইট র‍্যাম। ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরির পাশাপাশি মিলবে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা। ছবি তোলার জন্য পেছনে ১৩ মেগাপিক্সেল ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা মিলতে পারে। ব্যাকআপ সুবিধা দিতে মিলবে ৩ হাজার ২৮৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

Symphony 2018

ওয়াই৭১ এর সঙ্গে কনফিগারেশনে মিল থাকলেও ওয়াই৭১এ  মডেলটির ডিসপ্লে কিছুটা ছোট হতে পারে। তবে  মডেলটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, চলতি মাসের ৫ তারিখে ডিভাইস দুইটি উন্মোচন হতে পারে। মূল্য হতে পারে ১০৫ মার্কিন ডলার।

জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

আরও পড়ুন ঃ-

ভিভো ৯ দেখতে আইফোন ১০ এর মত!

বাংলাদেশে অফিস খুলছে ভিভো

*

*

Related posts/