Maintance

স্যামসাংয়ের নতুন তিন ল্যাপটপ

প্রকাশঃ ৯:০৮ অপরাহ্ন, এপ্রিল ১, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৮ অপরাহ্ন, এপ্রিল ১, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন তিনটি ল্যাপটপ উন্মোচন করেছে দক্ষিণ কোরিয় প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। ল্যাপটপগুলোর মধ্যে একটি নোটবুক ৫ সিরিজের এবং অন্য দুটি নোটবুক ৩ সিরিজের।

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই দক্ষিণ কোরিয়াতে বিক্রি শুরু হবে ডিভাইসগুলোর। এছাড়া বিশ্বের অন্যান্য দেশে চলতি বছরের  দ্বিতীয় প্রান্তিক থেকে বিক্রি শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

স্যামসাং নোটবুক ৫ সিরিজের ল্যাপটপে রয়েছে ১৫.৬ ইঞ্চি এইচডি ডিসপ্লে। গ্রাফিক্স সুবিধা দিতে রয়েছে ২ গিগাবাইট এনভিডিয়া এমএক্স১৫০ জিপিইউ। ১৯.৬ এমএম পুরুত্বের ডিভাইসটির ওজন ১.৯৭ কেজি।

গ্যালাক্সি নোটবুক ৩ সিরিজের ল্যাপটপ দুইটি পাওয়া যাবে ১৪ ইঞ্চি ও ১৫.৬ ইঞ্চি ডিসপ্লেতে।

Symphony 2018

১৪ ইঞ্চি ডিসপ্লের সংস্করণটিতে আলাদা কোন গ্রাফিক্স কার্ড থাকবে না। এটির ওজন ১.৬৮ কেজি এবং পুরুত্ব ১৯.৮ মিলিমিটার।

১৫.৬ ইঞ্চি সংস্করণে রয়েছে ২ গিগাবাইট এনভিডিয়া এমএক্স১১০ জিপিইউ। ডিভাইসটি ওজন ১.৯৭ কেজি এবং পুরুত্ব ১৯.৯ মিলিমিটার।

তিনটি ডিভাইস যথাক্রমে ইন্টেলের অষ্টম ও সপ্তম জেনারেশনের কোয়াড কোর ও ডুয়েল কোর প্রসসেরের সংস্করণে পাওয়া যাবে।

তবে ডিভাইসগুলো মূল্য কত হবে সে সম্পর্কে বিস্তারিত কোন তথ্য জানানো হয়নি স্যামসাংয়ের পক্ষ থেকে।

জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/