Maintance

গ্যালাক্সি জে৭ নতুন সংস্করণে আনছে স্যামসাং

প্রকাশঃ ৮:০৪ অপরাহ্ন, এপ্রিল ১, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:২১ অপরাহ্ন, এপ্রিল ১, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মাঝারি মূল্যের ফোনের মধ্যে জনপ্রিয় মডেল স্যামসাং গ্যালাক্সি জে৭ এর নতুন সংস্করণ আসছে।

যুক্তরাষ্ট্রের এফসিসির ছাড়পত্রের জন্য ‘স্যামসাং এসএম-এফ৭২০’ নামে ফোনটির জন্য স্যামসাং আবেদন করেছে।

ফোনটিতে থাকছে ৫ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে, তবে তা ১৮:৯ অনুপাতের হবার সম্ভাবনা নেই। স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস ৭৮৮৫ প্রসেসর আর ৩ গিগাবাইট র‌্যামও থাকবে।

এক্সিনস ৭৮৮৫ প্রসেসরটিতে থাকছে দুটি কর্টেক্স এ৭৩ কোর, আর ৬টি কর্টেক্স এ৫৩ কোর। প্রসেসরটি ব্যাটারি বাঁচাতে ১৪ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি করা হবে।

Symphony 2018

ফোনটির বেশ কিছু ভ্যারিয়েন্ট থাকবে বলে জানা গেছে। সম্ভবত আরও বেশি র‌্যাম ও স্টোরেজ সমৃদ্ধ সংস্করণ বাজারে আনা হবে।

দ্রুতই বাজারে আসছে গ্যালাক্সি জে৭ ২০১৮ সংস্করণ। সরাসরি জে৭ ২০১৭ মডেলটির বদলে বিক্রি করা হবে। মূল্য বর্তমানে বাজারে থাকা জে৭ ফোনের সমান মূল্য হতে পারে।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/