Maintance

ট্যাবলেট বাজারে শীর্ষে অ্যান্ড্রয়েড

প্রকাশঃ ৩:৩৬ পূর্বাহ্ন, এপ্রিল ৩০, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৬ পূর্বাহ্ন, এপ্রিল ৩০, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বছরের শুরুতে ট্যাবলেট বাজারে অ্যাপলকে টপকে শীর্ষস্থানে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড প্লার্টফর্ম। একবছর আগের তুলনায় প্রায় ৫৩ শতাংশ বেড়ে গত তিন মাসে বিশ্বব্যাপি মোট ট্যাবলেট বিক্রির ৬৫.৬ শতাংশ দখল করে রেখেছে অ্যান্ড্রয়েড ডিভাইস।

বাজার বিশ্লেষনে দেখা গেছে, গত বছরের ৪০.৩ শতাংশ বাজার থাকলেও বছরের শুরুতে অ্যাপলের আইপ্যাড বিক্রির পরিমান ২৮.৪ শতাংশে এসে নেমেছে। গতবছরের একই প্রান্তিকের থেকে যা ১৬ শতাংশ কম।

Tablet user-TechShohor

Symphony 2018

স্ট্যাটেজি অ্যানালিস্ট জানিয়েছে, আগের প্রান্তিকের তুলনায় এই প্রান্তিকে ট্যাবলেট বিক্রি ১৯ শতাংশ বেড়ে ৫৭.৬ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে।

অ্যাপলের আইপ্যাড বিক্রির পরিমাণ কমে যাওয়ার বিষয়ে স্ট্যাটেজি অ্যানালিস্টের গবেষক কিং বলেন, অ্যাপলের পণ্য বাজারে ছাড়ার সময় পাল্টানোর কারণেই এমনটি ঘটেছে। আগামী কয়েকমাসেও আইপ্যাডের বিক্রির পরিমাণ কমবে বলে মনে করেন তিনি। তবে বছরের শেষের দিকে এই অবস্থা পাল্টাবে।

গত তিনমাসে ৩৮ মিলিয়ন অ্যান্ড্রয়েড নির্ভর ট্যাবলেট বিক্রি হয়েছে। এই সময়ে অ্যাপলের আইপ্যাড বিক্রির পরিমাণ ছিলো ২৫.৬ মিলিয়ন ইউনিট। তবে মাইক্রোসফটের উইন্ডোজ ট্যাবলেট বিক্রির পরিমাণ বেড়েছে। বর্তমানে বাজারে তাদের দখল ৫.৮ শতাংশ।

– টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে তুহিন মাহমুদ

*

*

Related posts/