![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যাপলের বিরুদ্ধে বড় ধরনের মামলা করেছেন দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীরা। দেশটির ৬৩ হাজার ৭৬৭ জন আইফোন ব্যহারকারী একযোগে মামলাটি করেছেন।
দেশটিতে অ্যাপলের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় মামলা এবং মামলাটিতে বলা হচ্ছে ক্লাস অ্যাকশন।
মামলাটি শিউলের জেলা আদালতে দায়ের করা হয়েছে অ্যাপল এবং অ্যাপল কোরিয়ার বিরুদ্ধে। কারণ অ্যাপল কোরিয়া সেখানকার স্থানীয় আইফোনের উৎপাদক।
মামলায় আইফোনের ব্যবহারকারীরা ক্ষতিপূরণ হিসেবে প্রতিটিতে দুই লাখ ওন বা ১৮৮ ডলার করে চেয়েছেন। যার সর্বমোট এক কোটি ২০ লাখ ডলার।
দেশটির ইতিহাসে এটাই সবচেয়ে বড় ক্লাস অ্যাকশন মামলা। যেখানে অন্তত চার লাখ আইফোন ব্যবহারকারী এই ক্লাস অ্যাকশন মামলা করতে প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু অনেকের যাচাই প্রক্রিয়া উতরাতে না পারায় সংখ্যা কমে আসে।
অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ, তারা মানুষকে নতুন আইফোন কিনতে বাধ্য করার জন্য পুরাতন আইফোনের গতি কমিয়ে দিচ্ছে।
তবে অ্যাপলের দাবি, ব্যবহারকারীর আইফোনকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়া ঠেকাতে এ গতি কমানো হয়েছে।
এর আগে কোরিয়াতে ১২২ এবং ৪০১ জন ব্যবহারকারী গত জানুয়ারি ও মার্চে এমন মামলা করেছেন। যারা সর্বমোট দুই হাজার ৭০ ডলার ক্ষতিপূরন চেয়েছিলেন।
আইএএনএস অবলম্বনে ইমরান হোসেন মিলন