Maintance

জবসবিডিতে এসইও প্রশিক্ষণ

প্রকাশঃ ৯:২২ অপরাহ্ন, এপ্রিল ২৮, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:২২ অপরাহ্ন, এপ্রিল ২৮, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) এর উপর প্রশিক্ষণের আয়োজন করেছে জবসবিডি। দেড়মাসব্যাপি প্রশিক্ষণে অংশগ্রহণে নিবন্ধের শেষ সময় আগামী ৮ মে।

জবসবিডি কর্তৃপক্ষ জানায়, প্রশিক্ষনার্থীরা অফপেজ অপটিমাইজেশন, অনপেজ অপটিমাইজেশন ছাড়াও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে ও জানতে পারবে।

Symphony 2018

SEO_TechShohor

এতে কোর্স ফি না থাকলেও নিবন্ধন ফি রয়েছে। সফলতার সঙ্গে কোর্স সম্পন্নকারীরা এইচআর ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অব ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি থেকে সার্টিফিকেট পাবেন। বিস্তারিত জানা যাবে www.jobsbd.com এই ঠিকানায়।

– আল আমীন দেওয়ান

*

*

Related posts/