Maintance

প্রাথমিকের মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করবে ব্র্যাক

প্রকাশঃ ৮:৩৭ অপরাহ্ন, এপ্রিল ২৮, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৪ অপরাহ্ন, এপ্রিল ২৮, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রাথমিক শিক্ষার পাঠ্যসূচী নিয়ে বিষয়ভিত্তিক মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করবে ব্র্যাক। সোমবার ব্র্যাক সদর দপ্তরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও ব্র্যাক এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. নজরুল ইসলাম খান এবং ব্র্যাকের ভাইস চেয়ারপার্সন ও ইন্টেরিম এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মোস্তাক চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

BRAC-ICT division-TechShohor

Symphony 2018

চুক্তি অনুয়ায়ী, প্রাথমিক শিক্ষাস্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম অনুযায়ী বিষয়ভিত্তিক উন্নত মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করবে ব্র্যাক। যেখানে শ্রেণীকক্ষে শিক্ষকরা যেমন সহজে কনটেন্টগুলো বুঝাতে পারবে, তেমন শিক্ষার্থীরা যেন সহজে ও আনন্দময়ভাবে পাঠ্যগুলো উপভোগ করতে ও শিখতে পারবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর আসিফ সালেহ ও এডুকেশন ডিরেক্টর ড.শফিকুল ইসলাম প্রমুখ।

– আল আমীন দেওয়ান

*

*

Related posts/