Maintance

ডিসপ্লেতেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আনছে হুয়াওয়ে

প্রকাশঃ ৮:৩৪ অপরাহ্ন, মার্চ ২৪, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ১১:০১ পূর্বাহ্ন, মার্চ ২৫, ২০১৮

টেল শহর কনটেন্ট কাউন্সিলর : ডিসপ্লের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে হুয়াওয়ের নতুন ফোন মেট ১১ বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি। এজন্য সিনাপ্টিকসের অপ্টিক্যাল সেন্সরের বদলে তারা কোয়ালকমের আল্ট্রাসাউন্ড প্রযুক্তি ব্যবহার করবে বলে জানা গেছে।

হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ মেট ১১ আসছে বছরের মাঝামাঝি নাগাদ। ফিচারটি সঠিকভাবে কাজ করলে মেট ১১ অন্যান্য ফ্ল্যাগশিপের চেয়ে আলাদা অবস্থান করে নিতে পারবে। হুয়াওয়ে আশা করছে, ফিচারটির জন্য মেট ১১ এর বিক্রিও বৃদ্ধি পাবে।

Symphony 2018

কোয়ালকমের ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার সিনাপ্টিকসের চেয়ে বেশি নির্ভরযোগ্য হতে পারে। আল্ট্রাসনিক সেন্সরগুলো ছবি তুলে নয়, বরং কম্পনের মাধ্যমে কাজ করায় আঙ্গুল ভিজা থাকলে বা স্ক্রিনের ওপর ভারী প্রোটেক্টর থাকলেও কাজ করে।

দুটি সেন্সরের মধ্যে মূল পার্থক্য, কোয়ালকমের সেন্সরটি এলসিডি ডিসপ্লের মধ্যেও কাজ করবে। এদিকে সিনাপ্টিকসের অপ্টিক্যাল সেন্সর শুধু ওএলইডি প্যানেলেই কাজ করে।

কোয়ালকমের এ প্রযুক্তি তৈরির খরচ কম নয়। ফলে ফ্ল্যাগশিপের বাইরে সহজেই এর দেখা মিলবে না। হুয়াওয়ে মেট ১১ এর মূল্যও মেট ১০ এর চাইতে বেশি হতে পারে।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

১ টি মতামত

*

*

Related posts/