Maintance

ই-কমার্স নিয়ে বুকবিডির নতুন বই

প্রকাশঃ ১:০৩ অপরাহ্ন, এপ্রিল ২৮, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:১০ অপরাহ্ন, এপ্রিল ২৮, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্য ও সহায়ক বইয়ের জন্য ‘ই-কমার্স’ নামে বই প্রকাশ করেছে জ্ঞানকোষ। বইটি রচনা ও সম্পাদনা করেছে বুকবিডি সিরিজ। এতে ই-কমার্স ব্যবসার আদ্যোপান্ত তুলে ধরা হয়েছে।

সংশ্লিষ্ঠরা জানিয়েছেন, ই-কমার্স বইটি সহজ ও সাবলীল ভাষায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী প্রকাশ করা হয়েছে। এতে রয়েছে ই-কমার্স ডেভেলপমেন্ট টুলস সম্পর্কে বিস্তারিত আলোচনা। প্রত্যেকটি অধ্যায়ের উপর বাংলায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বইটির সঙ্গে থাকা সিডিতে দেওয়া হয়েছে।

E-commerce book-TechShohor

Symphony 2018

বইটিতে ই-কমার্সের প্রাথমিক আলোচনা থেকে শুরু করে ই-কমার্স বাস্তবায়নের ইস্যুসমূহ এবং অনলাইনে কিভাবে ব্যবসা করতে হয় এসব আলোচনা করা হয়েছে।

এছাড়া ওয়ার্ক উইথ ই-কমার্স মার্কেট মডেল, ই-কমার্সের সুবিধা এবং অসুবিধা, ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন এবং বিল্ডিং, ই-কমার্স ওয়েবসাইট স্ট্র্যাটেজি, নিরাপত্তা, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, ইন্টারনেট মাকেটিং, মোবাইল কমার্স এবং ই-কমার্স ডেভেলপমেন্ট পদ্ধতি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে।

বইটির আংশিক বুকবিডির ওয়েবসাইট (www.bookbd.info) থেকে ডাউনলোড করা যাবে।

– তুহিন মাহমুদ

*

*

Related posts/