Maintance

সাংবাদিকদের জন্য ফেইসবুক নিউজওয়্যার

প্রকাশঃ ৯:২৫ অপরাহ্ন, এপ্রিল ২৭, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৫ অপরাহ্ন, এপ্রিল ২৭, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সংবাদ সংস্থা ও সাংবাদিকদের কাছে সর্বশেষ সংবাদ তুলে দিতে ফেইসবুক চালু করলো এফবি নিউজওয়্যার। নিউজ কর্পোরেশনের মালিকানাধীন স্টোরিফুলের সঙ্গে যৌথ উদ্যোগে এর সেবাটি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের টাইমলাইন থেকে ছবিসহ সংবাদ সংগ্রহ করবে।

সামাজিক যোগাযোগের মাধ্যম যেমন ফেইসবুক, টুইটার, ইউটিউব, গুগল প্লাস সংবাদ কর্মীদের একটি বড় ধরণের সূত্র হিসেবে কাজ করছে। প্রতিদিন প্রায় এক বিলিয়ন ব্যবহারকারী বিভিন্নভাবে ফেইসবকে সংবাদ তৈরি করছে।

FB-newswire-TechShohor

Symphony 2018

স্টোরিফুল বিভিন্ন সংবাদ, ছবি ও ভিডিওর কপিরাইট পরীক্ষা করবে। অবশ্য অনেক আগে থেকেই এই কাজটি করছে স্টোরিফুল। এখন ফেইসবুকের সঙ্গে যৌথভাবে সংবাদ সরবরাহে কাজ করবে প্রতিষ্ঠানটি।

ফেসবুকের নিউজ এবং গ্লোবাল পার্টনারশিপের পরিচালক অ্যান্ডি মিশেল জানান, “একটি বৃহৎ জনগোষ্ঠির মাধ্যমে সংবাদ খোঁজা এখন ফেইসবুকে অনেক সহজ হয়েছে। নতুন এই এফবি নিউজওয়্যার টুলের মাধ্যমে সংবাদ কর্মীরা আরও দ্রুততম সময়ে সর্বশেষ সংবাদ খুঁজে পাবেন”।

– টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে তুহিন মাহমুদ

*

*

Related posts/