Maintance

হুয়াওয়ে পি২০ ফোনে করা ভিডিও প্রকাশ

প্রকাশঃ ৮:০৩ অপরাহ্ন, মার্চ ২০, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৩ অপরাহ্ন, মার্চ ২০, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রযুক্তি দুনিয়াতে গুঞ্জন চলছে হুয়াওয়ে পি২০ ফোন নিয়ে। আগেই ফাঁস হয়েছিল তিন ব্যাক ক্যামেরাযুক্ত ডিভাইসটির ছবি। এবার প্রকাশ হলো ফোনটির সাহায্যে স্লো মোশনে করা একটি ভিডিও।

‘হুয়াওয়ে মোবাইল সার্ভিস’ নামে এক টুইটার আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে।  ভিডিওটিতে ক্যাপশন হিসেবে দেয়া ছিল ‘ধীরে ভিডিও করো, মুহূর্তগুলো প্রসারিত করো।’

ভিডিওতে দেখানো হয়েছে, নিখুঁতভাবে স্লো মোশন ভিডিও করতে সক্ষম হুয়াওয়ে পি২০ ফোনটি। ভিডিওটির ফ্রেম রেট এবং রেজুলেশন সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হয়নি।

তবে ফোন বিষয়ক সংবাদমাধ্যম জিএসএমএরিনার মতে, ১২০এফপিএস ও ১০৮০ পিক্সেলে রেকর্ড করা হয়েছে ভিডিওটি।

Symphony 2018

ধারণা করা হচ্ছে, হুয়াওয়ে পি২০ ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকায় ডিভাইসটির সাহায্যে ভালো ছবি তোলা যাবে।

এছাড়া ক্যামেরা থাকবে এআই প্রযুক্তি। তবে সেটি গুগলের এআই নাকি হুয়াওয়ের নিজস্ব সেটা এখনো জানা যায়নি।

অন্যান্য স্পেসিফিকেশনের মধ্যে অ্যান্ড্রয়েড ৮ ওরিও অপারেটিং সিস্টেম, কিরিন ৯৭০ প্রসেসর ও ৬ গিগাবাইট র‌্যাম থাকবে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তা সত্যি নাও হতে পারে।

ফোনটি বাজারে আসবে মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে। হুয়াওয়ের ফ্ল্যাগশিপ এই ফোনটির মূল্য অন্তত ৫০ থেকে ৬০ হাজার টাকা হতে পারে।

জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/