![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নিদাহাস টি২০ ট্রফির ফাইনালে ভারতের কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ। দেশজুড়ে এখন শুধু কালকের ম্যাচ নিয়েই আলোচনা। এসব আলোচনায় বার বারই দোষী সাব্যস্ত হচ্ছেন রুবেল হোসেইন।
শেষ ওভারের আগের ওভারটিতে তিনি ২২ রান দেন। এতে বাংলাদেশের জন্য ম্যাচে ফেরা বেশ কঠিন হয়ে যায়। শেষ পর্যন্ত হেরে যায় বাংলাদেশ।
নিজের খারাপ বোলিংয়ের জন্যই যে বাংলাদেশের এই হার তা মেনে নিয়েছেন রুবেল। তাই গতকাল মধ্য রাতেই তিনি তার ভেরিফায়েড ফেইসবুক পেইজে দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন।
তিনি তার স্ট্যাটাসে লেখেন, ম্যাচ শেষ হওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে। সত্যি বলতে আমি কখনোই ভাবিনি আমার কারণে বাংলাদেশ দল জয়ের এত কাছে এসেও ম্যাচ থেকে এভাবে ছিটকে যাবে। সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমাকে ক্ষমা করে দিয়েন সবাই।
এখন পর্যন্ত তার স্ট্যাটাসটিতে কমেন্ট পড়েছে প্রায় ১১ হাজার। লাইক পড়েছে ৫৭ হাজার। স্ট্যাটাসটি শেয়ার করা হয়েছে ৪ হাজার ৭৮০ বার।
আনিকা জীনাত