Maintance

অবশেষে মাইক্রোসফটের হলো নকিয়া

প্রকাশঃ ৯:৩৭ অপরাহ্ন, এপ্রিল ২৬, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৭ অপরাহ্ন, এপ্রিল ২৬, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দর কষাকষিটা অনেক আগেই শেষ হয়েছিলো। জল্পনা-কল্পনা আর চূড়ান্ত চুক্তির জন্য এতোটা দেরি। সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের অনুমোদন শেষে শুক্রবার সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের মালিকানায় গেলো নকিয়া। ফিনল্যান্ডের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান এখন আর ‘নকিয়া’ নাম নিয়ে মোবাইল ফোন তৈরি করতে পারবে না।

এটিই ছিলো সাম্প্রতিক সময়ের প্রযুক্তি বিশ্বের সবচেয়ে আলোচিত ডিল। ৭.৫ বিলিয়ন ডলারের বিনিময়ে একসময়ের শীর্ষ মোবাইল ফোন নির্মাতা নকিয়া, অপর সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের মাঝে হারিয়ে গেলো।

Nokia-Microsoft-TechShohor

Symphony 2018

চুক্তি অনুযায়ী নকিয়া মোবাইল ও সার্ভিস ডিভিশনের সকল কর্তৃত্ব এখন মাইক্রোসফটের। তবে চুক্তির বাইরে থেকে গেছে নকিয়ার দুটি ফ্যাক্টরি।

নকিয়াকে কেনার পর প্রতিষ্ঠানকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করেছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা।

– আল জাজিরা প্রতিবেদন অবলম্বনে তুহিন মাহমুদ

*

*

Related posts/