Maintance

চিপের ত্রুটি ধরলে মাইক্রোসফট দেবে আড়াই লাখ ডলার

প্রকাশঃ ৩:২৫ অপরাহ্ন, মার্চ ১৭, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৬ অপরাহ্ন, মার্চ ১৭, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের চিপে ত্রুটি ধরিয়ে দিতে পারলে আড়াই লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফট বলছে, তাদের চিপে কেউ যদি মেল্টডাউন বা স্পেকট্রার মতো ত্রুটি খুঁজে পায় তবে এই পুরস্কার দেওয়া হবে।

এটি মাইক্রোসফটের স্বল্প সময়ের জন্য ‘স্পেকুলেটিভ এক্সকিউশন’ সাইড চ্যানেলের দুর্বলতা খোঁজার একটা প্রোগ্রাম।

আরও পড়ুন ঃ- এক কোটি নারীকে প্রযুক্তিদক্ষ করবে মাইক্রোসফট ও ইয়াং বাংলা

মাইক্রোসফট তাদের একটি ব্লগপোস্টে জানায়, ২০১৮ সালের জানুয়ারি থেকে নতুন এই দুর্বলতার কথা প্রকাশ হয়, যা এর গবেষণার ক্ষেত্রে একটি বড় বিষয় হতে পারে বলেও জানাচ্ছে মাইক্রোসফট।

মাইক্রোসফটের নিরাপত্তা গ্রুপ ব্যবস্থাপক ফিলিপ মিশনার বলেন,  স্পেকুলেটিভ এক্সকিউশন সত্যিকারের নতুন শ্রেণীর এক দুর্বলতা। আমরা এটির নতুন আক্রমণ পদ্ধতিটিই আবিষ্কার করতে চাই।

Symphony 2018

মাইক্রোসফটের এই বাগ-বাউন্টি প্রোগ্রাম চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

ইন্টেল সম্প্রতি তাদের এক ঘোষণায় জানিয়েছে, হ্যাকাররা তাদের চিপ হ্যাক করতে পারে এমন একটি ত্রুটি খুঁজে পেয়েছে তারা।

চিপের নিরাপত্তা নিয়ে কাজ করা দুটি প্রতিষ্ঠান তাদের এক গবেষণায় দেখিয়েছে, গত এক দশক ধরে বেশকিছু চিপেই নানা ধরনের দুর্বলতা ত্রুটি ছিল। সেটা যেমন ছিল ইন্টেলের, তেমনি এএমডি, এআরএম হোল্ডিংসেও ছিল।

গুগল, অ্যাপল, ফেইসবুক, ইন্টেলের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো নিজেদের কাজে কোনো ত্রুটি রাখতে চায় না বলে এমন বাগ বাউন্টি প্রোগ্রাম করে থাকে।

ইমরান হোসেন মিলন

আরও পড়ুন ঃ- গেইমিং সার্ভার সেবা কিনেছে মাইক্রোসফট

ফাতেমা এখন মাইক্রোসফটের অ্যাম্বাসেডর

*

*

Related posts/