Maintance

পারফরমেন্সের চমক দেখাল শাওমি ব্ল্যাকশার্ক

প্রকাশঃ ৯:২৯ অপরাহ্ন, মার্চ ১৭, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৯ অপরাহ্ন, মার্চ ১৭, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শাওমির গেইমিং ফোন ব্ল্যাকশার্কের দেখা মিলেছে। তবে ছবিতে না, গিকবেঞ্চের ফলাফলের সাইটে।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরের ফোন এখন বাজারে কম নেই, তার মধ্যেও শাওমি ব্ল্যাকশার্ক রয়েছে অনেকটাই এগিয়ে। একই প্রসেসর নিয়ে কিভাবে ফোনটি আর সবার চেয়ে বেশী স্কোর করল তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

ফোন বিশেষজ্ঞদের ধারণা, ফোনে খুব শক্তিশালী কুলিং সিস্টেম থাকায় দীর্ঘ সময় ধরে প্রসেসর স্পিড ধরে রাখতে পারছে। এর ফলেই অন্যান্য স্ন্যাপড্রাগন ৮৪৫ ফোনের চেয়ে এগিয়ে আছে ব্ল্যাকশার্ক।

Symphony 2018

ফোনের অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড ৮ ওরিও। স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরের সঙ্গে আছে ৮ গিগাবাইট র‌্যাম। ডিসপ্লের রেজুলেশন থাকছে ২১৬০* ১০৮০ পিক্সেল।

ফোনটি তৈরিতে শাওমির পাশে আছে চীনের ব্ল্যাকশার্ক টেক। কোম্পানিটি ফোন তৈরি না করলেও ডিজিটাল সিগন্যাল প্রসেসিং নিয়ে কাজ করে থাকে। এর ফলে ফোনটিতে সরাসরি লেখা পড়তে পারা ও উচ্চমানের সাউন্ড চিপ থাকতে পারে।

ফোনটি কবে নাগাদ বাজারে আসবে জানা যায়নি। বোঝাই যাচ্ছে শাওমি রেজার ফোনের বাজার ধরতে চাইছে, এখন দেখার বিষয় তারা সেদিকে কতটুকু ফলপ্রসূ হয়।

জিএসএমএরিনা অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/