HP Banner
Maintance

গ্রাফিক্স কাজের উপযোগী এইচপি নোটবুক বাজারে

প্রকাশঃ এপ্রিল ২৬, ২০১৪, ০৩:৩৪ - আপডেটঃ এপ্রিল ২৬, ২০১৪, ০৩:৪৮

Z book14-TechShohor
Symphony 2018

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রফেশনাল গ্রাফিক্স ও ক্রিয়েটিভ ডিজাইনার, অ্যানিমেটর, আর্কিটেক্ট, সাউন্ড ইঞ্জিনিয়ার এবং গেইমারদের জন্য স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাজারে এনেছে এইচপি জেডবুক ১৪ মডেলের ওয়ার্কস্টেশন নোটবুক।

উন্নত মানের গ্রাফিক্স ও অ্যানিমেশন তৈরির জন্য এই ওয়ার্কস্টেশনে রয়েছে এএমডি ফায়ার প্রো এম৪১০০ মডেলের গ্রাফিক্স কার্ড।

Z book14-TechShohor

এছাড়াও এই ওয়ার্কস্টেশনে রয়েছে ইন্টেল কোর আই সেভেন ৪৫০০ ইউ প্রসেসর, ৮ গিগাবাইট ডিডিআরথ্রি র্যা ম, ৩২ গিগাবাইট এসএসডি, ৭৫০ গিগাবাইট হার্ডড্রাইভ, ১৪ ইঞ্চি এলইডি ডিসপ্লে, এইচডি ওয়েবক্যাম এবং ফিঙ্গারপ্রিন্ট সুবিধা।

এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ নোটবুকটির দাম ১ লাখ ১২ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৩৩

– সংবাদ বিজ্ঞপ্তি অবলম্বনে তুহিন মাহমুদ

*

*

সর্বাধিক পঠিত