Maintance

এপ্রিলে আসছে উইন্ডোজ স্প্রিং ক্রিয়েটরস আপডেট

প্রকাশঃ ১১:৪৪ পূর্বাহ্ন, মার্চ ১৪, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৩ অপরাহ্ন, মার্চ ১৪, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মাইক্রোসফট উইন্ডোজের পরবর্তী বড় আপডেট আসছে সামনের এপ্রিল মাসে। আপডেটটির নাম স্প্রিং ক্রিয়েটরস আপডেট।

আগে মাইক্রোসফট সার্ভিস প্যাক নামে এরকম বড় আপডেট ছাড়লেও বিগত বছরগুলোতে সেটি বদলে ক্রিয়েটরস আপডেটে পরিণত করা হয়েছে।

নতুন আপডেটে ইন্টারফেইসে আনা হবে বেশ কিছু পরিবর্তন। ব্রাউজার হিস্টোরির মতো অ্যাপেও কি করা হয়েছে তার হিস্টোরি দেখানোর অপশন টাইমলাইন যুক্ত করা হতে পারে। এর মধ্যেই ফিচারটির পরীক্ষামূলক সংস্করণ উন্মোচন করা হয়েছে। সঙ্গে ইন্টারফেইসের অন্যান্য টুকিটাকি আপডেট তো থাকছেই।

Symphony 2018

এছাড়াও, নতুন ফিচারের মধ্যে থাকছে এইচডিআর সমর্থন, অগমেন্টেড রিয়েলিটির জন্য বেশ কিছু আপডেট, বাগ ফিক্স। হার্ডওয়্যার সাপোর্টও বাড়ানো হবে।

মাইক্রোসফট এজেও বেশ কিছু নতুন ফিচার যুক্ত করা হচ্ছে। আপডেটর কোডনেম রেডস্টোন ৫। তবে তা ঠিক কবে নাগাদ সবার জন্য উন্মোচন করা হবে তা জানা যায়নি। তবে এপ্রিলের মধ্য ভাগে সবার জন্য এটি উন্মোচন করা হতে পারে।

ইউবারগিজমো অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/