Maintance

খবরের ভিডিও দেখাবে ফেইসবুক

প্রকাশঃ ১১:২৩ পূর্বাহ্ন, মার্চ ১৪, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫১ অপরাহ্ন, মার্চ ১৪, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : খবরের নিজস্ব চ্যানেল নিয়ে আসছে ফেইসবুক। নিজস্ব ভিডিও প্ল্যাটফর্ম ফেইসবুক ওয়াচের মাধ্যমে খবর লাইভ সম্প্রচার করবে প্রতিষ্ঠানটি। এ ব্যাপারে অনলাইন ও টিভি চ্যানেলগুলোর সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে ফেইসবুক।

নিজস্ব প্রতিবেদনে না গিয়ে প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম থেকে ৩ মিনিট বা আরও লম্বা ভিডিও প্রতিবেদন চ্যানেলটিতে যুক্ত করা হবে। ফেইসবুকের মাধ্যমে সংবাদ প্রচারের জন্য প্রয়োজনে প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীদের কাছে নির্দিষ্ট মূল্য দাবী করতে পারবে।

facebook-techshohor

ফেইসবুকের নিউজ পার্টনারশিপ বিভাগের প্রধান ক্যাম্পবেল ব্রাউন বলেন, ‘সময় মতো খবরের ভিডিও পৌঁছে দেওয়া আমাদের ফেইসবুক ওয়াচে নতুনত্ব আনার চেষ্টার বড় একটি অংশ’।

Symphony 2018

ফেইসবুক ওয়াচকে ইউটিউবের প্রতিদ্বন্দ্বী বানাতে চেষ্টা করছে। ‌ইতোমধ্যে ফেইসবুক ভিডিও অন্যান্য ভিডিও শেয়ারিং সাইটকে হটিয়ে নিজের অবস্থান করে নিয়েছে। এখন তাদের নজরে আছে গুগলের ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব।

প্রথমে খবরের চ্যানেল শুধু যুক্তরাষ্ট্রেই চালু করা হবে। পরবর্তীতে তা অন্যান্য দেশের গণমাধ্যমের সঙ্গে চুক্তি করে সেসকল দেশেও চালু করার পরিকল্পনা রয়েছে ফেইসবুকের।

ফিচারটি এ বছরের মাঝামাঝি সময়ে চালু হতে পারে।

ইউবারগিজমো অবলম্বনে এস এম তাহমিদ

 

*

*

Related posts/