Maintance

দেশের বাজারে আসছে হুয়াওয়ে নোভা ৩ই

প্রকাশঃ ৯:৩৯ অপরাহ্ন, মার্চ ১৩, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৯ অপরাহ্ন, মার্চ ১৩, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : হুয়াওয়ের তুমুল জনপ্রিয় ফোন নোভা ২আই এর পরবর্তী সংস্করণ হতে যাচ্ছে নোভা ৩ই। তবে হুয়াওয়ের পি২০ লাইট ফোনটিই দেশের বাজারে নোভা ৩ই নামে বিক্রি হবে।

এ বছরের স্মার্টফোন ডিজাইনে যে সকল ট্রেন্ড চলছে, যেমন লম্বাটে ডিসপ্লে, পাতলা বেজেল, খাঁজকাঁটা ডিসপ্লে, কোনোটাই ফোনটিতে বাদ পড়েনি। পেছনের ডুয়াল ক্যামেরাও বসানো হয়েছে আইফোন ১০ এর মত করে।

ফোনটিতে থাকছে ৫ দশমিক ৮৪ ইঞ্চি ডিসপ্লে। রেজুলেশন দেয়া হয়েছে ২২৮০*১০৮০পিক্সেল। পেছনে থাকছে ১৬ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল রেজুলেশনের দুটি ক্যামেরা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরেরও জায়গা হয়েছে পেছনেই।

Symphony 2018

ফ‌োনটির কেন্দ্রে রয়েছে কিরিন ৬৫৯ প্রসেসর আর ৪ গিগাবাইট র‌্যাম। স্টোরেজের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। তবে ৬৪ গিগাবাইটের নিচে হবার কথা নয়।

মার্চের ২০ তারিখে ফোনটি চীনে উন্মোচন করা হবে। দেশের বাজারে আসতে লাগবে আরও কিছু সময়। হুয়াওয়ে পি২০ ফ্ল্যাগশিপও কাছাকাছি সময় বাজারে আসার কথা রয়েছে।

জিএসএমএরিনা অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/