Maintance

ইও গ্লোবালের সনদ পেল বাগডুম

প্রকাশঃ ৪:০৪ অপরাহ্ন, মার্চ ১২, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৫ অপরাহ্ন, মার্চ ১২, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ্রামীণ নারী হস্তশিল্প উদ্যোক্তাদের ই-কমার্স ব্যানারের অধীনে নিয়ে আসায় ইও গ্লোবালের কাছ থেকে সনদ পেয়েছে বাগডুম ডটকম।

সামাজিক ব্যবসা বিষয়ক প্ল্যাটফর্ম মাইইও এনগেজ গ্লোবাল সামিটে অংশগ্রহণ করে এ সনদ পায় বাগডুম। সনদটি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও মিরাজুল হক।

অনুষ্ঠানে ছিলেন ইও বাংলাদেশের প্রেসিডেন্ট এন্ড ম্যানেজিং ডিরেক্টর হোসাইন খালেদ, ইও ফোরাম চেয়ার এন্ড গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর ফারজানা চৌধুরীসহ আরও অনেকে।

Symphony 2018

EO-Summit-techshohor

বাগডুম ডটকম ও ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান বলেন, যাদের সামাজিক ব্যবসার জন্য নিজেদের বিকশিত করতে একটি প্ল্যাটফর্ম দরকার তাদের জন্যও কাজ করে বাগডুম।

প্রতিষ্ঠানটির সিইও মিরাজুল হক বলেন, নারী শিল্পী ও উদ্যোক্তাদের মধ্যস্বত্ত্বভোগীদের কাছে থেকে বের করে নিয়ে এসে আমাদের নেটওয়ার্কে সরাসরি সম্পৃক্ত করেছি।

আনিকা জীনাত

*

*

Related posts/