Maintance

বিক্রি হচ্ছে না মিডিয়াটেক প্রসেসর

প্রকাশঃ ৫:৩৮ অপরাহ্ন, মার্চ ১২, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৮ অপরাহ্ন, মার্চ ১২, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রসেসর নির্মাতা মিডিয়াটেকের আয় দিন দিনই কমছে। গত ফেব্রুয়ারি মাসে তাদের আয় হয়েছে মাত্র ৪৩ কোটি ৪২ লাখ টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ শতাংশ কম।

মার্চ মাসে নতুন কিছু ফোনের জন্য মিডিয়াটেক প্রসেসরের অর্ডার পড়ার কথা রয়েছে ফলে তাদের আয় কিছুটা বাড়বে। তবে মিডিয়াটেকের সুদিন আর নাও ফিরতে পারে।

ঠিক কেন মিডিয়াটেকের আয় কমছে তা বলা কঠিন। শুধু মিডিয়াটেক নয়, চিপ নির্মাতা টিএসএমসিরও কমেছে আয়। দুটি কোম্পানিই কোয়ালকমের ৬০০ সিরিজ প্রসেসর ও স্মার্টফোনের চাহিদা কমে যাওয়াকেই দায়ী করছে।

Symphony 2018

গত বছরের শেষ প্রান্তিকেও মিডিয়াটেক ১১ থেকে ১২ কোটি প্রসেসর বিক্রি করেছে। এবার প্রথম প্রান্তিকে বিক্রি কমে সাড়ে সাত বা সাড়ে আট কোটিতে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।

শুধু মিডিয়াটেক বা টিএসএমসিই নয়, চিপ নির্মাতা ইউনাইটেড মাইক্রো ইলেক্ট্রনিকস ও ভ্যানগার্ড ইন্টারন্যাশনাল সেমিকনডাক্টরও আয় কমার কথা জানিয়েছে। বৈশ্বিকভাবে ইলেক্ট্রনিকস কেনার ব্যাপারে ক্রেতাদের উৎসাহ কমে যাওয়াই এর মূল কারণ।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/