Maintance

শাওমির নতুন ফ্লাগশিপও ফাঁস

প্রকাশঃ ১১:৪৭ পূর্বাহ্ন, মার্চ ১২, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৩ অপরাহ্ন, মার্চ ১২, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কোনো কিছুই রইবে না গোপন- মোবাইল ফোন নির্মাতাদের হাজারো চেষ্টার মধ্যে এটিই যেন এখন বাস্তবতায় পরিণত হয়েছে।

সবগুলো ব্র্যান্ডই তাদের নতুন পণ্য উন্মোচনের আগে কঠোর গোপনীয়তা বজায় রাখে। এর মধ্যেই আগাম জানান দিয়ে দেয় গণমাধ্যমগুলো। সর্বশেষ শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোন এমআই মিক্স ২এসের ছবি ফাঁস হয়েছে।

এতদিন পর্যন্ত গণমাধ্যমের জন্য রেন্ডারের দেখাই মিলেছে, এবার ফোনটির সত্যিই দেখা মিলল।

আরও পড়ুন ঃ শাওমির ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি

 

প্রেস রেন্ডারের সঙ্গে বাস্তবে ফোনটির পার্থক্য ডিসপ্লেতে। অনেকেই ধারণা করেছিলেন সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লের ডান কোনায় খাঁজ থাকবে, এর বদলে ডিসপ্লের নিচের বেজেলেই ক্যামেরা রাখা হয়েছে।

এ জন্য অবশ্য ফোনটির নিচের বেজেল চারপাশের চেয়ে মোটা, ভিভো এপেক্স বা আইফোন ১০-এর মতো ফোনটির চারপাশের বেজেল সমান চিকন নয়।

Symphony 2018

ডিসপ্লেতে পার্থক্য এখানেই শেষ নয়, অনেক বিশেষজ্ঞই বলেছিলেন ফোনটির ডিসপ্লেতেই ফিংগারপ্রিন্ট সেন্সর থাকবে। অথচ ফাঁস হওয়া ছবিতে পেছনে ফিংগারপ্রিন্ট সেন্সর স্পষ্ট দেখা যাচ্ছে।

ছবিতে স্পষ্ট বোঝা না গেলেও, ফোনটি তৈরিতে সিরামিকের বদলে কাঁচ ব্যবহারের সংবাদ আগেই পাওয়া গিয়েছে। তারহীন চার্জিং ফিচারের জন্য এ পরিবর্তন।

সবশেষে ফোনটিতে আইফোন ১০-এর মত খাঁড়াভাবে বসানো ডুয়াল ক্যামেরার দেখা মিলেছে। ক্যামেরা দুটি বসানো হয়েছে ওপরের ডান কোনায়।

নতুন বছরের ফ্লাগশিপে যা যা থাকার কথা তাই থাকবে। পেছনে ডুয়াল ক্যমেরা, ১৮:৯ অনুপাতের ডিসপ্লে, বেজেলের পরিমাণ প্রায় নেই, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর, ৬ বা ৮ গিগাবাইট র‌্যাম, অ্যান্ড্রয়েড ৮ ওরিও অপারেটিং সিস্টেম, ইউএসবি টাইপ সি চার্জার।

ফোনটি উন্মোচন করা হবে মার্চের শেষে।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

আরও পড়ুন ঃ

স্যামসাংকে ছাড়িয়ে বিক্রির শীর্ষে শাওমি

ভারতে শীর্ষে শাওমি

*

*

Related posts/