Maintance

ইনস্টাগ্রামে মেসির তৃতীয় পুত্রের ছবি

প্রকাশঃ ৬:০৭ অপরাহ্ন, মার্চ ১১, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৭ অপরাহ্ন, মার্চ ১১, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তৃতীয় বারের মতো বাবা হওয়ার খবর আগেই জানিয়েছিলেন মেসি। এবার তিন ছেলেসহ মেসির ছবি পোস্ট করেছেন মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো।

ছবিতে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা রোকুজ্জোর পাশে পুরো পরিবারকেই হাসি মুখে দেখা যায়। ১০ মার্চ পৃথিবীতে আসা পরিবারের সবচেয়ে ছোট সদস্যটির নাম রাখা হয়েছে শিরো।

chiro-techshohor

Symphony 2018

এর আগে বাবা হওয়ার খবরটি নিজের ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে মেসি জানিয়েছিলেন, ছোট ছেলের ছোট্ট হাতের ছবি পোস্ট করে। সেখানে তিনি লেখেন, শিরোকে স্বাগতম। ছবিটিতে লাইক পড়ে ৫৩ লাখ ৭৮ হাজার ৮৩৮টি।

মেসি ও  রোকুজ্জো দম্পতির আরও দুই ছেলে আছে। বড় ছেলে থিয়েগোর জন্ম হয় ২০১২ সালে। মেজো ছেলে মাতেওর জন্ম হয় ২০১৫ সালে।

আনিকা জীনাত

*

*

Related posts/