Maintance

মশা দমনে সনির হেলমেট!

প্রকাশঃ ৮:০৭ অপরাহ্ন, মার্চ ১১, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ১১:০২ পূর্বাহ্ন, মার্চ ১২, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মশার মতিগতি বুঝতে সনি তৈরি করেছে প্রজেক্টরসহ হেলমেট। সত্যিকারের জীবনে এটি কতটা কাজের হবে তা নিয়ে ধ্বন্দে থাকলেও এই অদ্ভুত ডিভাইস তৈরির নেশা সনির কাটেনি।

মশাকে বুঝতে হলে তার মত ইন্দ্রিয় প্রয়োজন, এটাই সনির ভাষ্য। সে লক্ষ্যে তারা মশার মত দৃষ্টি তৈরি করতে হেলমেটের মধ্য দিয়েছে প্রজেক্টর। মশার চোখে দুনিয়া যেমন, ঠিক তেমনই দেখাবে প্রজেক্টরের সামনের সবকিছু।

সনি বলছে, মশা যেহেতু গন্ধের মাধ্যমে কামড়ানোর লক্ষবস্তু বের করে, তা বোঝানোর জন্য হেলমেটের মধ্যে থাকা হেডফোনে ‘ব্লাড অ্যালার্ট’ দেয়া হবে।

Symphony 2018

সবশেষে ব্যবহারকারীদের চলাফেরার সঙ্গে প্রজেক্টর আর হেডফোনের সংযোগ করার জন্য হেলমেটে যুক্ত করা হয়েছে এইচটিডি ভাইব কন্ট্রোলার। হেলমেট পরে চলাচল করলে তা শনাক্ত করে সে অনুযায়ী প্রজেক্টরের কনটেন্ট আর হেডফোনে অ্যালার্ম দুটিই বদলে যাবে।

সনির দাবি, মশার মত দেখতে ও ‘শুনতে’ পেলে গবেষকরা মশাকে আরও ভালোভাবে বুঝতে পারবে। এভাবেই হয়ত একদিন মশা দমন হবে আরও সহজ ও কার্যকর।

তবে মশা সিমুলেটর হেলমেট বাংলাদেশে আদৌ পাওয়া যাবে কিনা জানা যায়নি।

দ্যা ভার্জ অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/