Maintance

সনির চেয়ে নকিয়ার বিক্রি বেশি

প্রকাশঃ ১০:৪৫ পূর্বাহ্ন, মার্চ ১১, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৮ অপরাহ্ন, মার্চ ১১, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফিরে এসেই বেশ কিছু জনপ্রিয় ফোন নির্মাতাদের পেছনে ফেলেছে নকিয়া।

নির্মাতা এইচএমডি গ্লোবাল গত ২০১৭ সালের শেষ প্রান্তিকে এইচটিসি, সনি ও গুগলের চেয়ে বেশি ফোন বিক্রি করেছে।

অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে তারা বিক্রি করেছে ৪৪ লাখ ফোন। স্যামসাং বা অ্যাপলের তুলনায় এই সংখ্যাকে নগণ্যই বলা যায়। স্মার্টফোন বাজারের মাত্র ১ শতাংশ রয়েছে নকিয়ার দখলে।

Symphony 2018

নকিয়া সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ভিয়েতনাম ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এসব দেশে বিক্রিতে সবার ওপরে রয়েছে নকিয়া। যুক্তরাজ্যে নকিয়া আছে তৃতীয় স্থানে আর রাশিয়ায় আছে পঞ্চম স্থানে।

শুধু স্মার্টফোনই নয়, নকিয়া ফিচার ফোনও তৈরি করছে। ফলে বেশ কিছু বাজারে নকিয়া ফিচার ফোন বাজারে একচেটিয়া ব্যবসা করছে, যা সনি বা এইচটিসির পক্ষে করা সম্ভব নয়। তাই স্মার্টফোন বাজারে আসলে নকিয়ার অবস্থান কোথায় তা সঠিকভাবে জানা যায়নি।

এসব তথ্য দিয়েছেন কাউন্টারপয়েন্ট রিসার্চের নেইল শাহ। তার ভাষ্য অনুযায়ী, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এইচএমডি গ্লোবালের উচিৎ হবে বেশি করে নজর দেয়া। সঠিকভাবে বাজারজাত করতে পারলে নকিয়া বিশ্বের প্রথম পাঁচটি ফোন নির্মাতা কোম্পানির তালিকায় স্থান ফিরে পাবে।

ইউবারগিজমো অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/