Maintance

নচযুক্ত ডিসপ্লে নিয়ে আসছে অপ্পো এফ৭

প্রকাশঃ ৯:৫৫ অপরাহ্ন, মার্চ ১০, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৫ অপরাহ্ন, মার্চ ১০, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সেলফির জন্য ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা নিয়ে আসছে অপ্পো এফ৭।

ফোনটির সামনের অংশের ছবি ফাঁস হয়েছে, নচযুক্ত ৬.২ ইঞ্চি ডিসপ্লে আর পাতলা বেজেলসহ সামনের প্যানেলের পেছনে আছে লাল রঙের অ্যালুমিনিয়াম ব্যাক।

নচযুক্ত ডিসপ্লেটি দেখতে অনেকটাই অপ্পো আর১৫ এবং ওয়ানপ্লাস ৬ এর ফাঁসকৃত ছবির মতো। তবে অপ্পো ও ওয়ানপ্লাস বেশ কিছুদিন ধরেই কাছাকাছি ডিজাইন ও পার্টস ব্যবহার করে আসছে, তাই এটি নতুন নয়।

Symphony 2018

সামনের ক্যামেরাতে থাকছে ২৫ মেগাপিক্সেল সেন্সর, ছবির মান আরও বাড়াতে ব্যবহার করা হবে এআই প্রযুক্তি। তবে পেছনের ক্যামেরা সম্পর্কে কিছু জানা যায়নি।

ফোনটিতে প্রসেসর কী থাকবে তা বলা না হলেও, মিডিয়াটেক থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। ফোনে থাকবে ৪ অথবা ৬ গিগাবাইট র‌্যাম। ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে আর পাওয়া যাবে কালো, সোনালি ও লাল রঙে।

ফোনটি বাজারে আসতে পারে আগামী ২৮ থেকে ৩০ মার্চের মধ্যে।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/