Maintance

গ্যালাক্সি নোট ৯ ফোনে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে থাকছে না

প্রকাশঃ ৮:০০ অপরাহ্ন, মার্চ ১০, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৩ অপরাহ্ন, মার্চ ১০, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্যামসাং গ্যালাক্সি নোট ৯ ফোনে ডিসপ্লের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না।

কোয়লকম বা সিনাপ্টিকস, দুটি কোম্পানির একটিরও ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়ার প্রযুক্তি স্যামসাংয়ের কাছে যথেষ্ট নির্ভরযোগ্য ও নিরাপদ মনে হয়নি, ফলে তারা ফিচারটি বাদ দিচ্ছে।

কেয়ালকম ও সিনাপ্টিকস একই কাজের জন্য সেন্সর নিয়ে গবেষণা চালালেও, দুটির প্রযুক্তি দু’রকমের। সিনাপ্টিকসের সেন্সর আঙুলের ছাপের ছবি তুলে নির্ণয় করে থাকে, আর কোয়ালকমেরটি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কাজটি করে। দুটি সেন্সরের একটিও স্ক্রিন প্রোটেক্টর অথবা বেশি পিক্সেল ঘনত্বের ডিসপ্লেতে নির্ভরযোগ্যভাবে কাজ করে না।

Symphony 2018

বিষয়টি নিয়ে স্বনামধন্য প্রতিষ্ঠান কেজিআই-এর গবেষক মিং-চি কুয়ো রিপোর্ট লিখেছেন। আগেই তিনি দাবি করেছিলেন, গ্যালাক্সি নোট ৯ ফোনে ডিসপ্লের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

ডিসপ্লের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসমৃদ্ধ ফোন বাজারে এনেছে ভিভো। তাদের নতুন ফ্ল্যাগশিপেও এই ফিচার থাকবে। বাজারে আসবে বছরের মধ্যভাগে।

স্যামসাং সম্ভবত প্রযুক্তিটি আগামী বছর থেকে ব্যবহার শুরু করবে।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/