Maintance

তিনটি ব্যাক ক্যামেরার ফোন হুয়াওয়ে পি২০

প্রকাশঃ ৯:২৬ অপরাহ্ন, মার্চ ৭, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৬ অপরাহ্ন, মার্চ ৭, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : হুয়াওয়ের নতুন ফোন পি২০-এ তিনটি ব্যাক ক্যামেরা থাকবে এমনটাই শোনা যাচ্ছিল। এবার তার কিছু ছবি ফাঁস হয়েছে। ছবিতে দেখা গেছে ক্যামেরার ডিজাইন কেমন হবে।

ক্যমেরাগুলো যেভাবে বসানো হয়েছে দেখে ধারণা করা হচ্ছে, তার দুটি ক্যামেরা ছবি তোলার জন্য, আর অন্যটি আশপাশের দূরুত্ব নির্ধারণের জন্য দেয়া হয়েছে।

এর আগে লেনোভো ফ্যাব ২ প্রোজেক্ট ট্যাঙ্গো ফোনেও ক্যামেরা অনেকটা এভাবেই বসানো হয়েছিল। এদিকে হুয়াওয়েরও ট্যাগলাইন ‘সি মোর উইথ এআই’, যার অর্থ ক্যামেরাতে এআই যাদু থাকছে। তবে সেটি গুগলের এআই নাকি হুয়াওয়ের নিজস্ব সেটা এখনো জানা যায়নি।

Symphony 2018

এদিকে ডিসপ্লের ওপরের কাটা খাঁজও ছবিতে দেখা গেছে। অবশ্য আইফোন ১০ এর মত এতটা বড় নয়, অনেকটা এসেনশিয়াল ফোনের মত ছোট কাটা অংশ।

ফোনটি বাজারে আসবে মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে। হুয়াওয়ের ফ্ল্যাগশিপ ফোনটির মূল্য অন্তত ৫০ থেকে ৬০ হাজার টাকা হতে পারে।

অন্যান্য স্পেসিফিকেশনের মধ্যে অ্যান্ড্রয়েড ৮ ওরিও অপারেটিং সিস্টেম, কিরিন ৯৭০ প্রসেসর ও ৬ গিগাবাইট র‌্যাম থাকবে এমন গুঞ্জন শোনা গেছে, তবে তা সত্যি নাও হতে পারে।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/