Maintance

আসছে সাশ্রয়ী মূল্যের হুয়াওয়ে ওয়াই ৯

প্রকাশঃ ১১:২২ পূর্বাহ্ন, মার্চ ৭, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৯ অপরাহ্ন, মার্চ ৭, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : হুয়াওয়ের নতুন বাজেট ফোন ওয়াই৯ ২০১৮ সংস্করণ যুক্তরাষ্ট্রের এফসিসি সার্টিফিকেট পেয়েছে। নতুন ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু না জানা গেলেও এর ছবি ফাঁস হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, ফোনটিতে রয়েছে ১৮:৯ অনুপাতের ডিসপ্লে, ওপরে ও নিচে কমানো হয়েছে বেজেল। পেছনে আছে ফিংঙ্গারপ্রিন্ট সেন্সর ও ডুয়াল ক্যামেরা। ক্যামেরা দুটির একটি ১২ মেগাপিক্সেল, আর অন্যটি শুধু পোর্ট্রেইট বোকেহর জন্য তৈরি ২ মেগাপিক্সেল সেন্সর। পুরো ফোনটিই অ্যালুমিনিয়াম ব্যবহার করে তৈরি করা হয়েছে। ডান পাশে দেওয়া হয়েছে পাওয়ার বাটন ও ভলিউম কি, বাম পাশে আছে সিম কার্ড স্লট। ওপরে রয়েছে শুধু নয়েজ ক্যান্সেল মাইক্রোফোন ।

Symphony 2018

ফোনের নিচে রয়েছে মাইক্রোইউএসবি চার্জিং পোর্ট। এছাড়াও, চার্জিং পোর্টের পাশেই রয়েছে হেডফোন জ্য়াক। স্পিকারও দেওয়া হয়েছে ফোনের নিচে।

ওয়াই সিরিজের ফোনগুলোর মূল্য কমই হয়ে থাকে। এ ফোনটির মূল্য ২০০ ডলারের চেয়ে কম, অর্থাৎ বাংলাদেশে ফোনটির দাম ১৪ থেকে ১৭ হাজার টাকার মধ্যে থাকার সম্ভাবনা আছে।

ফ‌োনটির ব্যাপারে শিঘ্রই ঘোষণা দেবে হুয়াওয়ে, তখন বিস্তারিত জানা যাবে।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/