Maintance

শিশু যৌন নিপীড়নমূলক প্রশ্নে ক্ষমা চাইল ফেইসবুক

প্রকাশঃ ৭:৩৫ অপরাহ্ন, মার্চ ৬, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৩ পূর্বাহ্ন, মার্চ ৭, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক একটি জরিপ চালিয়েছে। সেখানে তারা ব্যবহারকারীদের কাছে জানতে চান, প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি যদি ১৪ বছর বয়সী কিশোরীর কাছে ম্যাসেজের মাধ্যমে যৌনতাপূর্ণ ছবি চায় তাহলে কী করতে হবে?

তবে এটি শিশুদের হয়রানিমূলক প্রশ্ন আখ্যা দিয়ে মাধ্যমটিতে প্রশ্ন উঠলে ক্ষমা চেয়েছে ফেইসবুক। এমন প্রশ্ন করা তাদের জন্য ‘ভুল’ ছিল বলেও জানিয়ে ক্ষমা চেয়েছে।

সোমবার ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান রিপোর্ট করেছে, রোববার ফেইসবুক তাদের বেশ কয়েকজন ব্যবহারকারীর কাছে প্রশ্ন করে তাদের মাধ্যমটি কিভাবে পরিচালনা করা উচিত এমন। অর্থাৎ তাদের নীতিমালা নিয়ে তারা ব্যবহারকারীদের কাছে কিছু বিষয়ে মন্তব্য শুনতে চায়।

আরও পড়ুন ঃ ফেইসবুকের নিউজ ফিডে কমবে খবর

ফেইসবুকের সেই জরিপ প্রশ্ন অনেক ব্যবহারকারীর ওয়ালে দেখা যায়। সেখানে অবশ্য ব্যবহারকারীদের কিছু সম্ভাব্য উত্তর দিয়ে দেওয়া হয়। সেখানে একটি উত্তরে বলা হয়, এটি ফেইসবুকের অনুমোদন দেওয়া উচিত, তাতে আমি কিছু মনে করবো না।

Symphony 2018

পরে অবশ্য এমন প্রশ্নের জন্য ক্ষমা চেয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির প্রডাক্ট ভাইস প্রেসিডেন্ট গাই রোজেন বলেন, আমাদের এমন প্রশ্ন জরিপে রাখা ঠিক হয়নি।

রোজেন বলেন, আমরা নীতিমালা ঘঁষামাজা করার আগে ব্যবহারকারীদের কিছু মন্তব্য শুনতে চাইছিলাম। ফলে এমন একটি জরিপ চালানো হয়েছে। তবে এমন প্রশ্ন করা আমাদের ভুল ছিল।

এমন কর্মকাণ্ড এখনো অব্যাহত রয়েছে এবং এটি ফেইসবুকের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি এমন কিছু চিহ্নিত করতে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে সবসময় কাজ করে যাচ্ছি বেলও জানান রোজেন।

এটি আসলে সেই জরিপের অংশ হতে পারে না। এটা আসলেই আমাদের একটা ভুল হয়েছে বলে বলেছেন রোজেন।

আইএএনএস অবলম্বনে ইমরান হোসেন মিলন

আরও পড়ুন ঃ ফেইসবুকে চাকরি খোঁজার সুবিধা চালু ৪০ দেশে

*

*

Related posts/