Maintance

ভিভো ৯ দেখতে আইফোন ১০ এর মত!

প্রকাশঃ ৬:৪৮ অপরাহ্ন, মার্চ ৬, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৯ অপরাহ্ন, মার্চ ৬, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো আরেকটি ফ্ল্যাগশিপ ফোন আনছে। ‘ভিভো ৯’ নামে ফোনটি দেখতে অনেকটাই আইফোন ১০ এর মত।

সম্প্রতি প্রতিষ্ঠানটির ফেইসবুক পেইজে নতুন ফ্ল্যাগশিপ ফোনটির একটি টিজার ভিডিও প্রকাশ করা হয়েছে। ১৩ সেকেন্ডের ভিডিওটিতে দেখানো হয়েছে, নতুন ফোনটিতে থাকবে নচ ডিসপ্লে।

আরও পড়ুন ঃ বাংলাদেশে অফিস খুলছে ভিভো

ফোনটিতে থাকতে পারে এইজ-টু-এইজ ফুল ভিউ ডিসপ্লে এবং এসপেক্ট রেশিও হবে ১৮:৯। ডিভাইসটির পিছনে মিলবে ডুয়েল ক্যামেরা, তবে কত মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে সে সম্পর্কে তথ্য জানা যায়নি। ভালো মানের সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে মিলবে ২৪ মেগাপিক্সেল ক্যামেরা।

Symphony 2018

প্রসেসর হিসেবে এতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ চিপসেট। ৬ গিগাবাইট র‍্যামের পাশাপাশি থাকতে পারে ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। তবে ভিভো এপেক্স ফোনের মত ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা নাও থাকতে পারে।

উল্লেখ্য ভবিষ্যতের স্মার্টফোনগুলো কেমন হতে পারে তা তুলে ধরতে সম্প্রতি বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) ‘এপেক্স’ নামে একটি ফোন দেখিয়েছিল ভিভো। ২ শতাংশ বেজেল আর ৯৮ শতাংশ স্ক্রিনের এই ফোনের ডিসপ্লেতেই ছিল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা।

তুসিন আহমেদ

আরও পড়ুন ঃ স্যামসাং আইফোনকে টেক্কা দেবে হুয়াওয়ে, অপ্পো, ভিভো : গার্টনার

বন্ধ হতে পারে অর্ধকোটি মোবাইল সংযোগ

*

*

Related posts/