Maintance

গ্যালাক্সি এস থ্রির মতো হবে আইফোন ৬

প্রকাশঃ ৬:২৬ অপরাহ্ন, এপ্রিল ২৪, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৬ অপরাহ্ন, এপ্রিল ২৪, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্যামসাংয়ের গ্যালাক্সি এস থ্রির মতো ডিজাইনে আসবে অ্যাপলের জনপ্রিয় আইফোন সিরিজের পরবর্তী সংস্করণ। বাঁকানো পর্দা, চারপাশ গোলাকার আকৃতির ফ্রেম থাকবে এতে। জাপানী একটি ব্লগ ম্যাক ওটাকারাতে প্রকাশিত এক পোস্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

পোস্টে জানানো হয়, আইফোন ফোর এস, আইফোন ফাইভ ও আইফোন ফাইভ এস থেকে ভিন্ন হবে আইফোন ৬। গোপন সূত্রের বরাত দিয়ে ব্লগটিতে বলা হয়, পরবর্তী প্রজন্মের আইফোনের কাভার গ্লাস স্যামসাং গ্যালাক্সি এস থ্রির মতো হবে। এছাড়া গ্লাস স্ট্রিপের পরিবর্তে পিছনের কাভারটি অ্যালুমিনিয়ামের তৈরি হবে।

Iphone6_TechShohor

Symphony 2018

এর আগে গুজব শোনা গেছে, আইফোনের পরবর্তী সংস্করণ ৪.৭ ইঞ্চি ও ৫.৫ ইঞ্চি স্ক্রিন সাইজে আসবে। অনেকেই বলেছ এটি আইফোন এয়ার নামে আসবে।

আইফোনটিতে থাকবে ৬৪ বিটের এ৮ প্রসেসর, ১ গিগাবাইট র‍্যাম, এলটিপিএস এলসিডি ডিসপ্লে প্যাণেল, অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন, টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মেটাল ক্যাসিং, এনএফসিসহ নানা সুবিধা। ৫.৫ ইঞ্চির আইফোনে সাফায়ার গ্লাস ব্যবহার করা হতে পারে এমনও গুজব শোনা গেছে।

– টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে তুহিন মাহমুদ

*

*

Related posts/