Maintance

পরিবেশ ক্ষতির প্রধান কারণ হবে স্মার্টফোন ও ডেটা সেন্টার

প্রকাশঃ ৪:১৯ অপরাহ্ন, মার্চ ৫, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৩ পূর্বাহ্ন, মার্চ ৬, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর  : পরিবেশ দূষণে তথ্যপ্রযুক্তির সবচেয়ে বড় ক্ষতিকর উপাদান হবে স্মার্টফোন ও ডেটা সেন্টার।

নতুন এক স্টাডি বলছে, ২০৪০ সালের মধ্যে পরিবেশের যে ক্ষতি হবে তার অন্যতম হবে এই দুটির মাধ্যমে।

গবেষণাটির জন্য, গবেষকরা স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, ডেস্কটপ এবং ডেটা সেন্টার গ্রাহকদের কার্বন ফুটপ্রিন্ট এবং এসবের ভোক্তা ডিভাইসের কার্বন ফুটপ্রিন্ট সম্পর্কে গবেষণা করেছেন।

গবেষণায় পাওয়া ফলাফল জার্নাল অব ক্লিনার প্রোডাকশনে প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি পরিবেশের উপর একটা বড় প্রভাব ফেলেছে, এমনকি এর একটা বড় ধরনের ক্ষতিকারক প্রভাব পড়বে মূলত এর উৎপাদন এবং পরিচালনে। 

কানাডার ডব্লিউ বুথ স্কুল অব ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস অ্যান্ড টেকনোলজি, ম্যাকমাস্টার ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক লতিফ বেলখায়ির বলেন,  বর্তমানে এটি এক দশমিক ৫ শতাংশে আছে। এই ধারা অব্যহত থাকলে ২০৪০ সালের মধ্যে তথ্যপ্রযুক্তিতে এমন ফুটপ্রিন্টের পরিমাণ বেড়ে ধাঁড়াবে অন্তত ১৪ শতাংশে। যা প্রায় বিশ্বব্যাপী পরিবহণ খাতের অর্ধেক।

Symphony 2018

গবেষণায় বলা হয়েছে, ২০২০ সালের মধ্যে পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকর ডিভাইস হবে স্মার্টফোন।

যদিও স্মার্টফোন কম শক্তি খরচ করে তার পরিচালনে, তবে এর উৎপাদন থেকে অন্তত ৮৫ শতাংশ ক্ষতিকারক উপাদান নির্গমন করে।

স্মার্টফোন তৈরিতে সবচেয়ে দামি জিনিস চিপ এবং মাদারবোর্ড যা শক্তি ক্ষয়ের অন্যতম। ফলে এর উৎপাদনেও অনেক দূষিত পদার্থ নির্গত হয় বলে গবেষণায় বলা হয়েছে।

বেলখায়ির বলেন, আমরা গবেষণায় দেখেছি ২০২০ সালের মধ্যে একটি কম্পিউটার ও ল্যাপটপের তুলনায় একটি স্মার্টফোন বেশি শক্তি খরচ করবে।

অন্যদিকে একইভাবে ক্ষতিকারক হয়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠানের ডেটা সেন্টার। তবে ডেটা সেন্টারগুলো নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করায় কিছুটা পরিবেশের কম ক্ষতি করে। এক্ষেত্রে ফেইসবুক, গুগলের উদাহরণ টেনে গবেষণায় বলা হয়েচে, এসব প্রতিষ্ঠান নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করায় কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে যে, এর মাধ্যমে পরিবেশের উপর ক্ষতির প্রভাব কমে আসবে।

ইমরান হোসেন মিলন

*

*

Related posts/